মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে চার কৃষকের বাঁশবাগানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় চার একর জায়গার বাঁশের কোড়ল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাগানের কয়েক লাখ বাঁশ। গতকাল সোমবার রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাদুনা গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
এর আগেও গত বৃহস্পতিবার বাঁশবাগানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। দুই অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
গতকাল সোমবার রাতে খাদুনা গ্রামের কৃষক নিপেন বিশ্বাস, ভদ্রকান্ত বিশ্বাস, শৈলেন্দ্র নাথ বিশ্বাস, সত্যেন্দ্র নাথ বিশ্বাসের প্রায় চার একর জমির বাঁশবাগানে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাঁশসহ বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ পুড়ে যায়। চার একর জমির প্রায় লক্ষাধিক বাঁশের কোড়ল পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক নিপেন বিশ্বাস বলেন, ‘২০২০ সালে ব্যাংক থেকে ঋণ নিয়ে এক একর জমিতে বাঁশবাগান করেছিলাম। গত কয়েক দিনে বাগানে দফায় দফায় অজ্ঞাতনামা ব্যক্তিরা আগুন দিয়েছে। আগুনে বাগানের সব কুড়া (কোড়ল) পুড়ে ছাই হয়ে গেছে।’
কৃষক শৈলেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘আমার বাণিজ্যিকভাবে গড়ে তোলা এক একর জমির বাঁশের কুড়া পুড়ে গেছে। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
আজ মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, বাঁশবাগানের বিশাল এলাকাজুড়ে পুড়ে গেছে। বাঁশঝাড়ের কুড়া (কোড়ল) ও বাঁশের নিচের অংশ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা দাবি করছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, কীভাবে বাঁশবাগানে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাগানমালিকদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাগুরার মহম্মদপুরে চার কৃষকের বাঁশবাগানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় চার একর জায়গার বাঁশের কোড়ল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাগানের কয়েক লাখ বাঁশ। গতকাল সোমবার রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাদুনা গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
এর আগেও গত বৃহস্পতিবার বাঁশবাগানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। দুই অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
গতকাল সোমবার রাতে খাদুনা গ্রামের কৃষক নিপেন বিশ্বাস, ভদ্রকান্ত বিশ্বাস, শৈলেন্দ্র নাথ বিশ্বাস, সত্যেন্দ্র নাথ বিশ্বাসের প্রায় চার একর জমির বাঁশবাগানে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাঁশসহ বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ পুড়ে যায়। চার একর জমির প্রায় লক্ষাধিক বাঁশের কোড়ল পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক নিপেন বিশ্বাস বলেন, ‘২০২০ সালে ব্যাংক থেকে ঋণ নিয়ে এক একর জমিতে বাঁশবাগান করেছিলাম। গত কয়েক দিনে বাগানে দফায় দফায় অজ্ঞাতনামা ব্যক্তিরা আগুন দিয়েছে। আগুনে বাগানের সব কুড়া (কোড়ল) পুড়ে ছাই হয়ে গেছে।’
কৃষক শৈলেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘আমার বাণিজ্যিকভাবে গড়ে তোলা এক একর জমির বাঁশের কুড়া পুড়ে গেছে। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
আজ মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, বাঁশবাগানের বিশাল এলাকাজুড়ে পুড়ে গেছে। বাঁশঝাড়ের কুড়া (কোড়ল) ও বাঁশের নিচের অংশ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা দাবি করছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, কীভাবে বাঁশবাগানে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাগানমালিকদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরামবাগ ডি-ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ ফরাজী বলেন, ‘আমাদের ভুল আছে বলেই চুপচাপ সবার এত কথা শুনছি। টেকনিশিয়ানরা এক্স-রে মিশন ঠিকমতো ফিটিং করতে পারেননি। তাই দুর্ঘটনা ঘটেছে। তবে রোগীর বেশি কিছু হয়নি। আমাদের স্টাফরা তাঁকে রক্ষা করতে গিয়ে বেশি আহত হয়েছেন। আহত রোগীকে ডাক্তার দেখানোসহ ব্যবস্থা
৬ মিনিট আগে‘বাবা, আল্লাহর রহমতে আমি ভালো হয়ে যাব, তুমি কোনো টেনশন কইরো না।’ দগ্ধ শরীরে বেডে শুয়ে কাতরাতে কাতরাতে এ কথাই বলেছিল মাহতাব। বাবাকে সাহস দিচ্ছিল। মাকে সান্ত্বনা দিচ্ছিল। প্রিয়জনেরা যেন ভেঙে না পড়ে—নিজের কষ্টের চেয়ে সেই চিন্তাই বড় ছিল তার কাছে। বাবা-মাকে ভরসা দেওয়া ছেলেটিই সবাইকে হতাশ করল!
৩১ মিনিট আগেফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামের বাড়িতে চির নিদ্রায় শায়িত হলো রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ১১ বছরের রাইসা মনি। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া ঈদগাহ ময়দানে নামাজের জানাজা শেষে বাজড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
৪৩ মিনিট আগেপুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে এক ব্যক্তি হঠাৎ থানার ভেতরে ঢুকে দায়িত্বরত পুলিশের এএসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে। এ সময় থানা-পুলিশের পাশাপাশি অন্য লোকজন ছুটে আসে। তারা ওই দুর্বৃত্তকে ধাওয়া করলে সে দৌড়ে পাশের সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে। খবর পেয়ে ফায়ার সার্
১ ঘণ্টা আগে