Ajker Patrika

দুর্বৃত্তদের আগুনে পুড়ল কৃষকের ৪ একর বাঁশবাগান

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ২২: ০০
দুর্বৃত্তদের আগুনে পুড়ল কৃষকের ৪ একর বাঁশবাগান

মাগুরার মহম্মদপুরে চার কৃষকের বাঁশবাগানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় চার একর জায়গার বাঁশের কোড়ল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাগানের কয়েক লাখ বাঁশ। গতকাল সোমবার রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাদুনা গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। 

এর আগেও গত বৃহস্পতিবার বাঁশবাগানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। দুই অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। 

গতকাল সোমবার রাতে খাদুনা গ্রামের কৃষক নিপেন বিশ্বাস, ভদ্রকান্ত বিশ্বাস, শৈলেন্দ্র নাথ বিশ্বাস, সত্যেন্দ্র নাথ বিশ্বাসের প্রায় চার একর জমির বাঁশবাগানে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাঁশসহ বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ পুড়ে যায়। চার একর জমির প্রায় লক্ষাধিক বাঁশের কোড়ল পুড়ে গেছে। 

ক্ষতিগ্রস্ত কৃষক নিপেন বিশ্বাস বলেন, ‘২০২০ সালে ব্যাংক থেকে ঋণ নিয়ে এক একর জমিতে বাঁশবাগান করেছিলাম। গত কয়েক দিনে বাগানে দফায় দফায় অজ্ঞাতনামা ব্যক্তিরা আগুন দিয়েছে। আগুনে বাগানের সব কুড়া (কোড়ল) পুড়ে ছাই হয়ে গেছে।’ 

কৃষক শৈলেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘আমার বাণিজ্যিকভাবে গড়ে তোলা এক একর জমির বাঁশের কুড়া পুড়ে গেছে। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

আজ মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, বাঁশবাগানের বিশাল এলাকাজুড়ে পুড়ে গেছে। বাঁশঝাড়ের কুড়া (কোড়ল) ও বাঁশের নিচের অংশ পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা দাবি করছেন।  

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, কীভাবে বাঁশবাগানে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাগানমালিকদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত