Ajker Patrika

কুষ্টিয়ার মিরপুরে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৪৭
কুষ্টিয়ার মিরপুরে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুষ্টিয়ার মিরপুরে এক বিশেষ অভিযানে ১৮৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে এই অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়া সদর থানার কালিশংকরপুর এলাকার শফির ছেলে আলম (৪৯), আলমের স্ত্রী জাহানারা (৪৫) ও কুষ্টিয়ার দৌলতপুর থানার পূর্ব মহিষকুণ্ডি এলাকার জয়নাল আবেদীনের ছেলে এরশাদ আলী (৩২)।

র‍্যাব জানায়, র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খানের নেতৃত্বে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল কুষ্টিয়া জেলার মিরপুর থানার নোয়াপাড়া বাজারে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এই অভিযান চালানো হয়। অভিযানে ১৮৫ বোতল ফেনসিডিল, পাঁচটি মোবাইল ফোন, সাতটি সিম কার্ড ও নগদ ৬ হাজার ৯৫০ টাকাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

পরে উদ্ধারকৃত আলামতসহ আটক আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া আসামিদের কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত