Ajker Patrika

যশোরে বিএনপি নেতার আড়ত থেকে যুবকের মরদেহ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৪: ২৪
যশোরে বিএনপি নেতার আড়ত থেকে যুবকের মরদেহ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ

যশোরে বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের চালের আড়ত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত ৩টার দিকে শহরের বড় বাজার লোন অফিস পাড়া এলাকার ওই আড়তে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

নিহত বায়েজিদ হাসান (৩০) খুলনা জেলার বানরগাতি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি মুল্লুক চাঁদের আড়তের কর্মী ছিলেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বায়েজিদ মুল্লুক চাঁদের আড়তে কাজ করতেন। বেশ কয়েক দিন আগে ওই আড়ত থেকে ৫ লাখ টাকা চুরি হয়ে যায়। এ ঘটনার পর বায়েজিদ পালিয়ে যান। চুরি হওয়া টাকা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বায়েজিদকে খুলনা থেকে ডেকে নিয়ে আসা হয়। এরপর রাতে জিজ্ঞাসাবাদের সময় মারপিটে বায়েজিদের মৃত্যু হয়। খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ বায়েজিদের লাশ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আড়তের নৈশপ্রহরীকে হেফাজতে নিয়েছে। 

এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বায়েজিদকে পিটিয়ে শ্বাসরোধে  হত্যা করা হয়েছে। এ বিষয়ে মুল্লুক চাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। তিনি পাওনা টাকার বিষয়টি স্বীকার করেছেন। কিন্তু হত্যা কে বা কারা করেছে সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, মুল্লুক চাঁদ যশোরের বাইরে রয়েছেন বলে জানিয়েছেন। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। ঘটনার নেপথ্য খুঁজতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আক্কেলপুরে সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তা আহত

কারাগারের সঙ্গী রিকশাচালক রাজুকে ভোলেননি আখতার

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণা, এক হিসাবে ২৬ কোটি টাকা

‘ইসরায়েলে টানা ২ বছর হামলা চালালেও ইরানের সক্ষমতা শেষ হবে না’

৪০ কোটি টাকা নয়, মেজর জেনারেল (অব.) হামিদুলের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ— দুদকের সংশোধনী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত