Ajker Patrika

সাতক্ষীরায় দুদকের গণশুনানিতে ৩৬টি অভিযোগ উত্থাপিত

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২৩, ১৯: ২৩
সাতক্ষীরায় দুদকের গণশুনানিতে ৩৬টি অভিযোগ উত্থাপিত

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’—এই স্লোগানে সাতক্ষীরায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। 

এ সময় দুদকের খুলনার পরিচালক মোনজুরুল মোরশেদ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মো. কাজী মনিরুজ্জামানসহ জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও অভিযোগকারীরা উপস্থিত ছিলেন। 

সদর উপজেলার এক ব্যক্তি অভিযোগ করেন, সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিল তুলতে তাঁর তিন হাজার টাকা লেগেছিল। উত্তরে সাব-রেজিস্ট্রার রিপন মুন্সি জানান, দলিল তুলতে ৮০০ টাকা লাগে, সঙ্গে লাগে ১০০ টাকা। তিন হাজার টাকাকে নিয়েছে, তা তাঁর জানা নেই।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, রেজিস্ট্রি অফিসের দুর্নীতির বিষয়ে সাধারণ জনগণের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। বিষয়টি আমলে নিয়ে অধিকতর তদন্তের আশ্বাস দেন কমিশনার।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুর্নীতির বিষয়ে এক অভিযোগকারী বলেন, বিনেরপোতা এলাকায় কুন্দুরডাঙ্গী খালের এক কিলোমিটার খনন করেছিল মৎস্য অধিদপ্তর। পরবর্তী সময় সেই খালের একই জায়গায় খনন দেখিয়ে পাঁচ লাখ টাকা আত্মসাৎ করে পাউবোর কর্মকর্তারা। 

এ ছাড়া গোবিন্দপুর থেকে বিনেরপোতা অভিমুখী পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারে তিন কোটি টাকা খরচ করে পাউবোর কর্মকর্তারা ও ঠিকাদারের যোগসাজশে পাঁচ কোটি টাকা উত্তোলন করে দুই কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। 

সাতক্ষীরা মেডিকেল কলেজকে নিয়েও দুর্নীতির বড় অভিযোগ রয়েছে বলে গণশুনানিতে উঠে এসেছে। মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমানের সময় ৫০ লাখ টাকার এসি, ফার্নিচার ও ল্যাবের বিভিন্ন যন্ত্রাংশ কেনা হয়েছিল। পরবর্তীকালে অধ্যক্ষ রুহুল কুদ্দুস সেসব জিনিসপত্র ব্যবহার না করে অন্যত্র বিক্রি করে দিয়েছিলেন বলে অভিযোগ দেওয়া হয়েছে দুদক কমিশনারের কাছে। এ ছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রকল্যাণ তহবিলের ৮০ লাখ টাকা তছরুপের অভিযোগ দেওয়া হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, ‘৩৬টি অভিযোগ পেয়েছি। প্রতিটি অভিযোগের তদন্ত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত