Ajker Patrika

ভাঙচুরের মামলায় যশোর জেলা আ.লীগের সহসভাপতি কারাগারে

­যশোর প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ২০: ২৭
ভাঙচুরের মামলায় যশোর জেলা আ. লীগের সহসভাপতি কারাগারে। ছবি: আজকের পত্রিকা
ভাঙচুরের মামলায় যশোর জেলা আ. লীগের সহসভাপতি কারাগারে। ছবি: আজকের পত্রিকা

যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার কোতোয়ালি থানা–পুলিশ তাকে আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার শহরের এম এম আলী রোডের নিজ বাড়ির সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর–অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট যশোরে বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের বিভিন্ন মালামাল লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন বিএনপির নেতা অ্যাড. এম এ গফুর।

কোতোয়ালি থানার উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা তারেক মোহাম্মদ নাহিয়ান বলেন, ‘যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলার আসামি হিসেবে আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত