যশোর প্রতিনিধি
যশোরে পবিত্র রমজান মাস পালন ও ঈদ উদ্যাপন নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে টহল বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে ৯টি থানায় পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি দ্বিগুণ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ছদ্মবেশে অপরাধীদের শনাক্ত করবে বিশেষ দল।
জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান। তিনি বলেন, রমজান ও ঈদ উপলক্ষে জেলায় নিয়মিত পুলিশের কার্যক্রমের সঙ্গে ৭০০ সদস্য মোতায়েন করা হয়েছে। রাতে ২৫টি দলের হেঁটে টহলের পাশাপাশি ৬০টি মোবাইল টিম, ১৩টি পিকেট টিম ও ২৭টি বাইক ফোর্স কাজ করছে।
রমজান উপলক্ষে ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির অপতৎপরতা রোধে টহল আরও জোরদার করার ঘোষণা দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার। তিনি জানান, রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান ডেভিল হান্ট অপারেশনের মধ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, সড়ক যানজটমুক্ত রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কাজ চলছে। ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে পুলিশ। নওয়াপাড়া নৌবন্দর ও বেনাপোল স্থলবন্দরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষভাবে নজরে রাখা হচ্ছে।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, যশোর পুরোনো ও বড় শহর। ঈদ সামনে রেখে শহরে মানুষের আনাগোনা বৃদ্ধি পায়। সেই লক্ষ্যে শহরের সুনির্দিষ্ট কিছু স্থানে নিরাপত্তা বৃদ্ধি করা হবে। অন্য উপজেলার চেয়ে শহরেই ৩০টি বেশি চৌকস দল কাজ করবে। রমজান ও ঈদ উপলক্ষে পুলিশের কার্যক্রম আরও বেগবান করে যশোরবাসীকে অধিকতর নিরাপদে রাখার আশ্বাস দেন পুলিশের এই কর্মকর্তা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান, যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক ভূঁইয়া প্রমুখ।
যশোরে পবিত্র রমজান মাস পালন ও ঈদ উদ্যাপন নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে টহল বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে ৯টি থানায় পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি দ্বিগুণ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ছদ্মবেশে অপরাধীদের শনাক্ত করবে বিশেষ দল।
জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান। তিনি বলেন, রমজান ও ঈদ উপলক্ষে জেলায় নিয়মিত পুলিশের কার্যক্রমের সঙ্গে ৭০০ সদস্য মোতায়েন করা হয়েছে। রাতে ২৫টি দলের হেঁটে টহলের পাশাপাশি ৬০টি মোবাইল টিম, ১৩টি পিকেট টিম ও ২৭টি বাইক ফোর্স কাজ করছে।
রমজান উপলক্ষে ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির অপতৎপরতা রোধে টহল আরও জোরদার করার ঘোষণা দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার। তিনি জানান, রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান ডেভিল হান্ট অপারেশনের মধ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, সড়ক যানজটমুক্ত রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কাজ চলছে। ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে পুলিশ। নওয়াপাড়া নৌবন্দর ও বেনাপোল স্থলবন্দরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষভাবে নজরে রাখা হচ্ছে।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, যশোর পুরোনো ও বড় শহর। ঈদ সামনে রেখে শহরে মানুষের আনাগোনা বৃদ্ধি পায়। সেই লক্ষ্যে শহরের সুনির্দিষ্ট কিছু স্থানে নিরাপত্তা বৃদ্ধি করা হবে। অন্য উপজেলার চেয়ে শহরেই ৩০টি বেশি চৌকস দল কাজ করবে। রমজান ও ঈদ উপলক্ষে পুলিশের কার্যক্রম আরও বেগবান করে যশোরবাসীকে অধিকতর নিরাপদে রাখার আশ্বাস দেন পুলিশের এই কর্মকর্তা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান, যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক ভূঁইয়া প্রমুখ।
নগর-শহর, গ্রামগঞ্জ—সর্বত্রই ব্যক্তিগত-প্রাতিষ্ঠানিক প্রচারে ‘অন্যতম সহযোগী’ হিসেবে ব্যবহৃত হচ্ছে গাছ। লোহার পেরেক পুঁতে সহজে প্রচারসামগ্রী গাছে ঝুলিয়ে রাখা হয়। ফলে গাছের স্বাভাবিক জীবনপ্রবাহ বাধাগ্রস্ত হয়। এসব গাছ সুরক্ষায় মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
৪ মিনিট আগেময়মনসিংহের নান্দাইলে স্কুলের বারান্দায় মাদক সেবন করছিলেন কয়েক যুবক। বিষয়টি দেখে স্থানীয় ১০-১২ জন তরুণ বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ৪ তরুণকে কুপিয়ে জখম করেছেন মাদকসেবীরা। এ ঘটনা ঘটেছে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের রামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।
১৫ মিনিট আগেপূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকা থেকে বনদস্যু শরীফ বাহিনী এক জেলেকে অপহরণ করেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। দস্যুরা অপহৃত জেলের জন্য মুক্তিপণ দাবি করেছে।
৪০ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে পেট্রল ঢেলে এক বিএনপি নেতার কম্বাইন হারভেস্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কৈকুণ্ডা গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান মিলনের বাড়িতে গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঈশ্বরদী থানায় অভিযোগ
৪২ মিনিট আগে