Ajker Patrika

বাড়তি টাকা না দেওয়ায় রোগীর অ্যাম্বুলেন্স আটকে স্বজনদের মারধর 

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৫: ৩৬
বাড়তি টাকা না দেওয়ায় রোগীর অ্যাম্বুলেন্স আটকে স্বজনদের মারধর 

সাতক্ষীরায় বাড়তি টাকার জন্য রোগীর অ্যাম্বুলেন্স আটকে স্বজনদের পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। টানা তিন ঘন্টা আটকে থাকার পর পুলিশ এসে তাদের উদ্ধার করে। আজ রোববার শহরের সদর হাসপাতালের সামনে বেসরকারি ক্লিনিক হার্ট ফাউন্ডেশনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রোগী মুক্তি বিশ্বাস পাটকেলঘাটা থানার বাউখোলা এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল আলম খাঁন আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীর স্বজনরা থানাতে কল করে বিষয়টি জানায়। পরবর্তীতে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’

ভুক্তভোগী রোগীর স্বজন টুম্পা বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২৮ মার্চ দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আমার ভাইপো মুক্তি বিশ্বাসকে (৪৫) হার্ট ফাউন্ডেশনে ভর্তি করি। রোগীর অবস্থা অবনতি হলে আজ সকালে আমরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেই। এ সময় হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত ঘোষ ভর্তির সময় বেড ভাড়া এক হাজার ২০০ টাকা চুক্তি থাকলেও এক হাজার ৬০০ টাকা দাবি করেন।’ 

তিনি বলেন, ‘বেলা ১২টায় আমরা রোগী নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠি। তখন রোগীর ভাই উত্তম বিশ্বাস ম্যানেজারের কাছে টাকা পরিশোধ করতে যান। চুক্তির বাইরে অতিরিক্ত টাকা না দেওয়ায় ম্যানেজার তাকে মারধর করেন।’ 

সাতক্ষীরায় হার্ট ফাউন্ডেশন ক্লিনিক। ছবি: আজকের পত্রিকাউত্তম বিশ্বাস বলেন, ‘আমার কাছে ম্যানেজার অতিরিক্ত দুই হাজার টাকা দাবি করে। আমরা অতিরিক্ত টাকা দিতে রাজি না হওয়ায় অ্যাম্বুলেন্সে আটকে দেয়। টানা তিন ঘন্টা আমাকে তার রুমে আটকে রেখে মারধর করে।’

ওই ক্লিনিকে স্ত্রী চিকিৎসা নিতে আসা আব্দুর রহিম বলেন, ‘আমি হাসপাতালের দ্বিতীয় তলায় ছিলাম। গোলমাল দেখে এসে শুনি এই অবস্থা।’

অভিযোগের বিষয়ে বেসরকারি ক্লিনিক হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘মারধর করিনি। তবে বিল না পেয়ে অ্যাম্বুলেন্স আটকে রেখেছিলাম।’

সাতক্ষীরা জেলা সিভিল সার্জন সজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীর স্বজনরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত