Ajker Patrika

বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের ২ দিনের রিমান্ড মঞ্জুর

সাতক্ষীরা প্রতিনিধি
বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের ২ দিনের রিমান্ড মঞ্জুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনসভায় প্রকাশ্যে হত্যার হুমকির দায়ে গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সাতক্ষীরার আদালত। আজ মঙ্গলবার সকালে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে সাতক্ষীরা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. ইকবাল হোসেন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জিয়ারুল ইসলাম তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় জনসভায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবননাশের হুমকি দেন। এ ঘটনায় গত ২৫ মে সাতক্ষীরায় একটি মামলা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান জিকো। ওই মামলায় আজ আবু সাঈদ চাঁদকে রিমান্ডে নেওয়া হয়। তিনি গত ২৩ জুলাই থেকে সাতক্ষীরা কারাগারে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত