Ajker Patrika

মাদ্রাসার ছাত্রীকে অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি
মাদ্রাসার ছাত্রীকে অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নবম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে পুলিশ রেজোয়ান হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার রাত ৯টার দিকে সাতক্ষীরা সদরের বৈকারী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গ্রেপ্তারকৃত রেজোয়ান সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের মন্টু সরদারের ছেলে।

অপহৃত ছাত্রীর বাবা জানান, তাঁর মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়াশোনা করে। গত ২৩ মে সোমবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে খলিলনগরের সাবেক এমপি আব্দুল খালেক মোড়লের বাড়ির মোড় থেকে তাঁর মেয়েকে অপহরণ করে রেজোয়ান ও তার কয়েকজন সহযোগীরা। পুলিশের সহযোগিতায় সদরের আলীপুর হাটখোলা নামক স্থান থেকে মেয়েকে উদ্ধার করা হলেও পালিয়ে যান অপহরণকারীরা। এ ঘটনায় গত ২৩মে রেজোয়ানের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়। 

এ বিষয়ে সদর থানার এস আই অপর্ণা রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেজোয়ানকে গতকাল রোববার রাত ৯টার দিকে বৈকারী বাজার থেকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার রেজোয়ান সৌদি আরবে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির জানান, গ্রেপ্তারকৃত রেজোয়ানকে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত