Ajker Patrika

মেট্রোরেলের ১১তম চালান এসেছে মোংলা বন্দরে 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ২২ আগস্ট ২০২২, ২০: ৫২
Thumbnail image

মেট্রোরেলের ১১তম চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এ চালানে রয়েছে ৮টি কোচ, ৪টি ইঞ্জিনসহ ৩৪ প্যাকেজ মেশিনারি পণ্য। গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের এই মালামাল নিয়ে ছেড়ে আসা বিদেশি এমভি হোসি ক্রাউন জাহাজটি আজ সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন এই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান। 

ওয়াহিদুজ্জামান জানান, জাপানের কোবে বন্দর থেকে ৮টি রেলওয়ে কোচ ও ৪টি ইঞ্জিনসহ ৩৪ বক্স মেশিনারি পণ্য নিয়ে এমভি হোসি ক্রাউন সোমবার সকালে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। দুপুর নাগাদ জাহাজটি থেকে কোচ, ইঞ্জিন ও মেশিনারি মালামাল নামানোর কাজ শুরু হয়েছে। এসব মালামাল জাহাজ থেকে খালাস করে সরাসরি নৌপথে বার্জে (নৌযান) ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে। এ পণ্য খালাস শেষে বিদেশি জাহাজটি আগামীকাল মঙ্গলবার বন্দর ত্যাগ করবে। 

এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে মেট্রোরেলের ৭০টি কোচ ও ৩৪টি ইঞ্জিন এসেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত