Ajker Patrika

জঙ্গি-রাজাকারদের নিয়ে অস্বাভাবিক সরকার গঠন করতে চায় বিএনপি: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি
Thumbnail image

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি নির্বাচিত সরকারকে উৎখাত করে দুর্নীতিবাজ, জঙ্গি, রাজাকারদের নিয়ে অস্বাভাবিক সরকার গঠন করতে চায়। তাদের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। রাজনীতি থেকে বিএনপিকে বিদায় করার সময় এসেছে।’ 

ইনু আরও বলেন, ‘মুখে নির্বাচনের কথা বললেও এর জন্য সারা দেশে বিএনপির কোনো প্রস্তুতি নেই। তারা অসাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে শুধু বিদেশি ও অদৃশ্য শক্তির আশায় বসে আছে।’ 

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন। 

সরকার ১৪ বছর ধরে আগুন-সন্ত্রাস ও জঙ্গিদের তাণ্ডব মোকাবিলা করেছে উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, ‘ভবিষ্যতেও সাংবিধানিক প্রক্রিয়া রক্ষা করতে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম এই সরকার।’ 

 ‘টিকে থাকতে সরকার বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে’ বিএনপির এমন অভিযোগের বিষয়ে ইনু বলেন, ‘বর্তমান সরকার প্রধান বিদেশে সফর করছেন উন্নয়নের জন্য। বিদেশিদের সঙ্গে উন্নয়ন ছাড়া কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে কথা হয় না।’ 

ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাসানুল হক ইনু। জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন ছাড়াও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকেরা বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত