তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহার ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার তালা উপজেলায় মসজিদ ও ঈদগাহগুলোতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বিভিন্ন মসজিদ ও ঈদগাহগুলোতে সকাল ৭টায়, সাড়ে ৭ টায়,৮টায়, সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি, দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নামাজ শেষে মুসল্লিরা সবাই কোলাকুলি করনে। তারা জানিয়েছেন, ঈদের নামাজের পর প্রধান আনন্দ কোলাকুলিতেই। এবার তারা সবার সঙ্গে সুন্দর মতো ঈদ উদযাপন করতে পেরে আনন্দিত।
সকাল সাতটায় তালা থানা জামে মসজিদে তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঈদের জামাতে নামাজ আদায় করেন। তিনি দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সকলে মিলে ঈদুল আযহার শিক্ষা এবং তাৎপর্য হৃদয়ে ধারণ এবং প্রতিপালনের মধ্য দিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার প্রত্যয় জ্ঞাপন করেন।
খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মফিদুল ইসলাম লিটু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সরদার জাকির হোসেনসহ জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকায় মতবিনিময় করেছেন।
তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সরদার জাকির হোসেন বলেন, ঈদের নামাজ আদায় করতে পারাটাই সব থেকে আনন্দের। আর মোনাজাতে সবার জন্য দোয়া করেছি।
সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহার ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার তালা উপজেলায় মসজিদ ও ঈদগাহগুলোতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বিভিন্ন মসজিদ ও ঈদগাহগুলোতে সকাল ৭টায়, সাড়ে ৭ টায়,৮টায়, সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি, দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নামাজ শেষে মুসল্লিরা সবাই কোলাকুলি করনে। তারা জানিয়েছেন, ঈদের নামাজের পর প্রধান আনন্দ কোলাকুলিতেই। এবার তারা সবার সঙ্গে সুন্দর মতো ঈদ উদযাপন করতে পেরে আনন্দিত।
সকাল সাতটায় তালা থানা জামে মসজিদে তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঈদের জামাতে নামাজ আদায় করেন। তিনি দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সকলে মিলে ঈদুল আযহার শিক্ষা এবং তাৎপর্য হৃদয়ে ধারণ এবং প্রতিপালনের মধ্য দিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার প্রত্যয় জ্ঞাপন করেন।
খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মফিদুল ইসলাম লিটু, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সরদার জাকির হোসেনসহ জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকায় মতবিনিময় করেছেন।
তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সরদার জাকির হোসেন বলেন, ঈদের নামাজ আদায় করতে পারাটাই সব থেকে আনন্দের। আর মোনাজাতে সবার জন্য দোয়া করেছি।
পটুয়াখালীতে আগুনে পাঁচ বসতঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুরে ভস্মীভূত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে শহরের জুবিলী স্কুল সড়কের মনসা মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘জুলাই আন্দোলনে যারা শহীদ বা আহত হয়েছেন তাদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, আমরা যারা রাজনৈতিক সচেতন, তাঁদের প্রত্যেকের এ দায় রয়েছে। তাঁরা যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, সে স্বপ্ন
১০ মিনিট আগেরাজধানীর ভাষানটেকে বিআরপি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। সেখানে ৫টি ইউনিটের চেষ্টায় ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
২৭ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া থানার প্রধান ফটকে মোহাম্মদ উল্লাহ নামের এক সাংবাদিককে মারধর করে ছিনতাই করা হয়েছে। গতকাল রাতে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীর দলে কয়েকজন নারীও ছিলেন। ভুক্তভোগী সাংবাদিক দৈনিক মানবজমিনের চকরিয়া প্রতিনিধি।
৪৪ মিনিট আগে