যশোর প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তনের নিবন্ধনের মেয়াদ আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তৃতীয় সমাবর্তনের পর পাশ করা স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা এই সমাবর্তনে নিবন্ধনের সুযোগ পাবেন। আগামী ১৮ ফেব্রুয়ারি যবিপ্রবির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
আজ রোববার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবর্তন উপলক্ষে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীরা একটি টাই অথবা পার্স, একটি কোটপিন, একটি মগ, সমাবর্তন ক্যাপ, মূল সনদপত্র, কাপড়ের ব্যাগ ও খাবার পাবেন। বৈশ্বিক অর্থনৈতিক সংকট বিবেচনায় একক নিবন্ধন ফি পাঁচ হাজার থেকে কমিয়ে তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। দুটি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অতিরিক্ত এক হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।
যবিপ্রবির এবারের সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ইতিমধ্যে তিনি আগামী ১৮ ফেব্রুয়ারি যবিপ্রবিতে আগমনের বিষয়ে সম্মতি জানিয়েছেন।
শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সমাবর্তনে বক্তা থাকবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ অস্ট্রেলিয়ার ‘ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া’ ১৯ তম উপাচার্য ও প্রেসিডেন্ট অধ্যাপক ড. অমিত চাকমা।
সমাবর্তন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বিভিন্ন বর্ষের প্রায় ৬০ জন শিক্ষার্থী চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ডিনস অ্যাওয়ার্ড পাবেন। সমাবর্তনের সভাপতি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পদক ও পুরস্কারের সনদ তুলে দেবেন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তনের নিবন্ধনের মেয়াদ আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তৃতীয় সমাবর্তনের পর পাশ করা স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা এই সমাবর্তনে নিবন্ধনের সুযোগ পাবেন। আগামী ১৮ ফেব্রুয়ারি যবিপ্রবির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
আজ রোববার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবর্তন উপলক্ষে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীরা একটি টাই অথবা পার্স, একটি কোটপিন, একটি মগ, সমাবর্তন ক্যাপ, মূল সনদপত্র, কাপড়ের ব্যাগ ও খাবার পাবেন। বৈশ্বিক অর্থনৈতিক সংকট বিবেচনায় একক নিবন্ধন ফি পাঁচ হাজার থেকে কমিয়ে তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। দুটি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অতিরিক্ত এক হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।
যবিপ্রবির এবারের সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ইতিমধ্যে তিনি আগামী ১৮ ফেব্রুয়ারি যবিপ্রবিতে আগমনের বিষয়ে সম্মতি জানিয়েছেন।
শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে সমাবর্তনে বক্তা থাকবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ অস্ট্রেলিয়ার ‘ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া’ ১৯ তম উপাচার্য ও প্রেসিডেন্ট অধ্যাপক ড. অমিত চাকমা।
সমাবর্তন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বিভিন্ন বর্ষের প্রায় ৬০ জন শিক্ষার্থী চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ডিনস অ্যাওয়ার্ড পাবেন। সমাবর্তনের সভাপতি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পদক ও পুরস্কারের সনদ তুলে দেবেন।
পটুয়াখালীর বাউফলে দুর্নীতি প্রতিরোধ কমিটির নবগঠিত কমিটিতে আওয়ামী নেতা পরিবারের সদস্য ও বিতর্কিত ব্যক্তিদের সদস্য করে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে ফের আলোচনায় এসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।
১ ঘণ্টা আগেএইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বরগুনায় দুই শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তাঁরা হলেন কাঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইয়াসির আরাফাত (১৭) এবং মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নূসরাত জাহান নাজনীন (১৮)।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শহীদ শামসুজ্জোহা হলেও জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, একই প্যানেলের এজিএস প্রার্থী সালমান সাব্বির এবং আধিপাত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জের মওলানা ভাসানী সেতুর রেলিংয়ে অস্বাভাবিক পরিমাণে ফাঁকা থাকায় দুর্ঘটনার আশঙ্কা করছেন সেতু দিয়ে হেঁটে চলাচলকারীরা। চলতি বছরের ২০ আগস্ট সেতুটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই সেতু দেখতে আসেন স্থানীয়সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।
৪ ঘণ্টা আগে