Ajker Patrika

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

খুলনা প্রতিনিধি
দল থেকে অব্যাহতি পাওয়া খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ। ছবি: সংগৃহীত
দল থেকে অব্যাহতি পাওয়া খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ। ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি এবং নির্বাহী প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিএনপি। আজ বুধবার সন্ধ্যায় বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে মিডিয়া সেল জানিয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মোল্লা সোহাগকে প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ছাড়া মোল্লা সোহাগের বিরুদ্ধে অভিযোগ তদন্তে বিএনপির কেন্দ্রীয় নেত্রী বেগম রেহানা ঈসাকে আহবায়ক করে এক সদস্যের তদন্ত কমিটি করেছে দলটি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি।

উল্লেখ্য, গত সোমবার কুয়েটের নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াত ও মো. গোলাম কিবরিয়াকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন মোল্লা সোহাগ। একই দিন বিকেলে নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াতকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। কুয়েটের একটি ঠিকাদারি কাজে ১০ শতাংশের বেশি মুনাফা যুক্ত করে দর নির্ধারণ না করায় মোল্লা সোহাগ ওই দুই নির্বাহী প্রকৌশলীকে হুমকি দেন বলে জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত