Ajker Patrika

ঝিনাইদহ-১: আচরণবিধি লঙ্ঘনে নৌকার প্রার্থীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-১: আচরণবিধি লঙ্ঘনে নৌকার প্রার্থীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১ (শৈলকুপা উপজেলা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুল হাই, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ও ৬ নম্বর সারুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের নামে মামলা দায়ের করা হয়েছে। 

গত রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনের নির্দেশে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি করেন শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম। 

শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তাইজুল ইসলাম বলেন, আচরণবিধি লঙ্ঘন করে ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা ভাটই বাজারে দেশীয় অস্ত্র নিয়ে গত ১০ ডিসেম্বর মহড়া দেয়। একই মাসের ১২ তারিখে সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদান করেন আব্দুল হাকিম ও মাহমুদুল হাসান মামুনসহ তাদের কর্মী-সমর্থকেরা। এটা নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন। তাই নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক এই তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

আগামী ২৬ ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য হয়েছে বলে জানান নির্বাচন কর্মকর্তা তাইজুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত