বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট কারাগারে বন্দী কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুর কাছ থেকে তিনটি ইয়াবা বড়ি উদ্ধার করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে মেহেদী হাসান বাবুর ব্যাগে তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য পাওয়া যায়। এ ঘটনায় মেহেদী হাসান বাবুসহ চার কারাবন্দীকে শাস্তি হিসেবে ডান্ডাবেড়ি পরানো হয়।
শাস্তি পাওয়া তিনজন হলেন বাদল শেখ, ইউসুফ শিকদার ও জসিম সরদার। তবে বাবুর কাছে তিনটি নয়, ১০০ ইয়াবা পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে।
কারা অভ্যন্তরের একটি বিশ্বস্ত সূত্র বলছে, বাবুর ব্যাগে তল্লাশি করে ১০০টি ইয়াবা পাওয়া গেছে। তবে জটিলতা এড়াতে তিনটি ইয়াবার বিষয় উল্লেখ করা হচ্ছে। কারা অভ্যন্তরে ইয়াবা প্রবেশের ক্ষেত্রে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়িত্বে থাকা কারারক্ষী আনোয়ারের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ অনেকের।
বাগেরহাটের জেল সুপার শংকর কুমার মজুমদার বলেন, ‘কারাবন্দী বাবুকে নিয়ে সন্দেহ হলে দায়িত্বরত কারারক্ষীরা আমাদের জানান। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে তিনটি ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে জেল কোড অনুযায়ী বাবুসহ চারজনকে ডান্ডাবেড়ি পরানো হয়েছে।’ তবে কারাগারের অভ্যন্তরে কীভাবে ইয়াবা ঢুকল, এমন প্রশ্নের উত্তর দেননি জেল সুপার।
এ বিষয়ে কারাগারে সিআইডি (কারা গোয়েন্দা) হিসেবে দায়িত্বে থাকা আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে বলেন, ‘আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) স্যারের অনুমতি ছাড়া কথা বলতে পারব না।’ এরপর তিনি তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।
কারাগার সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর গভীর রাতে পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর টোল প্লাজা থেকে কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে ২৮ ডিসেম্বর থেকে কচুয়ার একটি হত্যা মামলাসহ একাধিক রাজনৈতিক মামলায় তিনি কারাগারে রয়েছেন। অসুস্থতার কারণে খুলনায় চিকিৎসা শেষে ২৬ ফেব্রুয়ারি বাগেরহাট আদালতে মামলার হাজিরা শেষে বিকেলে কারাগারে নেওয়া হয় মেহেদী হাসান বাবুকে।
বাগেরহাট কারাগারে বন্দী কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুর কাছ থেকে তিনটি ইয়াবা বড়ি উদ্ধার করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে মেহেদী হাসান বাবুর ব্যাগে তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য পাওয়া যায়। এ ঘটনায় মেহেদী হাসান বাবুসহ চার কারাবন্দীকে শাস্তি হিসেবে ডান্ডাবেড়ি পরানো হয়।
শাস্তি পাওয়া তিনজন হলেন বাদল শেখ, ইউসুফ শিকদার ও জসিম সরদার। তবে বাবুর কাছে তিনটি নয়, ১০০ ইয়াবা পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে।
কারা অভ্যন্তরের একটি বিশ্বস্ত সূত্র বলছে, বাবুর ব্যাগে তল্লাশি করে ১০০টি ইয়াবা পাওয়া গেছে। তবে জটিলতা এড়াতে তিনটি ইয়াবার বিষয় উল্লেখ করা হচ্ছে। কারা অভ্যন্তরে ইয়াবা প্রবেশের ক্ষেত্রে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়িত্বে থাকা কারারক্ষী আনোয়ারের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ অনেকের।
বাগেরহাটের জেল সুপার শংকর কুমার মজুমদার বলেন, ‘কারাবন্দী বাবুকে নিয়ে সন্দেহ হলে দায়িত্বরত কারারক্ষীরা আমাদের জানান। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে তিনটি ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে জেল কোড অনুযায়ী বাবুসহ চারজনকে ডান্ডাবেড়ি পরানো হয়েছে।’ তবে কারাগারের অভ্যন্তরে কীভাবে ইয়াবা ঢুকল, এমন প্রশ্নের উত্তর দেননি জেল সুপার।
এ বিষয়ে কারাগারে সিআইডি (কারা গোয়েন্দা) হিসেবে দায়িত্বে থাকা আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে বলেন, ‘আইজিপি (পুলিশের মহাপরিদর্শক) স্যারের অনুমতি ছাড়া কথা বলতে পারব না।’ এরপর তিনি তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।
কারাগার সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর গভীর রাতে পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর টোল প্লাজা থেকে কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে ২৮ ডিসেম্বর থেকে কচুয়ার একটি হত্যা মামলাসহ একাধিক রাজনৈতিক মামলায় তিনি কারাগারে রয়েছেন। অসুস্থতার কারণে খুলনায় চিকিৎসা শেষে ২৬ ফেব্রুয়ারি বাগেরহাট আদালতে মামলার হাজিরা শেষে বিকেলে কারাগারে নেওয়া হয় মেহেদী হাসান বাবুকে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাত ও পায়ে শিকল দিয়ে বাঁধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেদ্বারে দ্বারে ঘুরেও কোনো সরকারি ভাতা না পাওয়া সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া গ্রামের বিধবা মোছা. শাহীদা বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর তাঁকে ডেকে নিয়ে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.
২৮ মিনিট আগেনিহতের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে। বাবার নাম রহিম মোল্লা। খিলগাঁও সিপাহীবাগ উত্তর গোড়ান চারতলা গলি এলাকায় এক ভাড়া বাসায় স্ত্রী আকলিমা বেগমসহ দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি। কাছেই পুড়ি-সিঙারা বিক্রি করতেন।
১ ঘণ্টা আগেপাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা ইউনিয়ন শাখায় হামলা করে ভাঙচুর ও কর্মকর্তাদের মারপিটের ঘটনার এক দিন পরে যুবদলের সেই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি হলেন চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য লোকমান হোসেন। গতকাল শুক্রবার মধ্যরাতে পাবনা জেলা যুবদলের
১ ঘণ্টা আগে