জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট শহরের আদর্শপাড়ার যুবক বিপ্লব আহম্মেদ পিয়াল (২৭) হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা (২৭) গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে নোয়াখালীর সুধারাম থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাব-৫ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিপ্লব আহম্মেদ পিয়াল জয়পুরহাট পৌরসভার আদর্শপাড়া মহল্লার বাসিন্দা মো. বাচ্চু মিয়ার ছেলে। গ্রেপ্তার সোহেল রানা একই এলাকার ইসলামনগর মহল্লার ছামছুদ্দীন মণ্ডলের ছেলে।
র্যাব জানায়, ২৮ মে দুপুরে পূর্বশত্রুতার জেরে পিয়ালের ওপর অতর্কিত হামলা চালায় ১৩-১৪ জন দুষ্কৃতকারী। নিজ বাড়ির সামনের গ্যারেজে তাঁকে রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা ইতি বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।
এরপর থেকেই র্যাব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালায়। দীর্ঘদিন পলাতক থাকার পর সোহেল রানা অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
এদিকে পিয়ালের মৃত্যুতে এলাকায় এখনো শোকের ছায়া বিরাজ করছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এ মামলায় এর আগে ছানু বেগম ও নাসরিন নামের দুই নারী আসামিকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে র্যাব।
জয়পুরহাট শহরের আদর্শপাড়ার যুবক বিপ্লব আহম্মেদ পিয়াল (২৭) হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা (২৭) গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে নোয়াখালীর সুধারাম থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাব-৫ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিপ্লব আহম্মেদ পিয়াল জয়পুরহাট পৌরসভার আদর্শপাড়া মহল্লার বাসিন্দা মো. বাচ্চু মিয়ার ছেলে। গ্রেপ্তার সোহেল রানা একই এলাকার ইসলামনগর মহল্লার ছামছুদ্দীন মণ্ডলের ছেলে।
র্যাব জানায়, ২৮ মে দুপুরে পূর্বশত্রুতার জেরে পিয়ালের ওপর অতর্কিত হামলা চালায় ১৩-১৪ জন দুষ্কৃতকারী। নিজ বাড়ির সামনের গ্যারেজে তাঁকে রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা ইতি বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।
এরপর থেকেই র্যাব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালায়। দীর্ঘদিন পলাতক থাকার পর সোহেল রানা অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
এদিকে পিয়ালের মৃত্যুতে এলাকায় এখনো শোকের ছায়া বিরাজ করছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এ মামলায় এর আগে ছানু বেগম ও নাসরিন নামের দুই নারী আসামিকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে র্যাব।
বিদেশ যেতে না পেরে ক্ষোভে মাইক ভাড়া করে পুরো এলাকাবাসীকে গালাগাল করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এক যুবক। পরে সেই ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
১ সেকেন্ড আগেবয়সসীমা বাড়ানো, বিশেষ নিয়োগের ব্যবস্থা ও স্বতন্ত্র কোটা পুনর্বহালসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ।
৫ মিনিট আগেশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সময় দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন ঘটনাস্থলে থাকা কুরিয়ার সার্ভিসের এক কর্মকর্তা। ডিএইচএল কুরিয়ার সার্ভিসের ইনচার্জ পরিচয় দিয়ে প্রত্যক্ষদর্শী ওই কর্মকর্তা গতকাল রাতে সাংবাদিকদের বলেন...
১৩ মিনিট আগেমানববন্ধনে গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘আমরা সাধারণ জেলেরা সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা মেনে ইলিশ রক্ষায় সহযোগিতা করেছি। অথচ কিছু প্রভাবশালী ট্রলিং ট্রলার মালিক প্রশাসনের নীরবতায় সাগরে অবৈধভাবে মাছ ধরছে এবং ইলিশের পোনা ধ্বংস করছে। এটা শুধু জেলেদের ক্ষতি নয়, এটি জাতীয় সম্পদের ওপরও বড় হুমকি।’ তিনি
১৪ মিনিট আগে