Ajker Patrika

ঝিনাইদহে শেখ মুজিবের ২ ম্যুরাল ভেঙে আগুন দিল ছাত্র-জনতা

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে আগুন দিল ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত
ঝিনাইদহে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে আগুন দিল ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সামনে এবং গত বুধবার মধ্যরাতে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ম্যুরাল দুটি ভাঙচুরের পর আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর জেলা শিল্পকলা একাডেমির সামনে শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল পলিথিন দিয়ে কে বা কারা ঢেকে দেয়। বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছাত্র-জনতা গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেখ মুজিবের সেই ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।

এর আগে গত বুধবার রাতে শহরের পায়রা চত্বর এলাকায় জড়ো হয় ছাত্র-জনতা। তারা মিছিল নিয়ে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়।

ঝিনাইদহে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে আগুন দিল ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত
ঝিনাইদহে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে আগুন দিল ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরাইরাকে ফোন করা হলে তিনি কেটে দেন।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, শহরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুর-২ আসন: বিএনপিতে প্রতিযোগিতা, মাঠে একা সাঈদীর ছেলে

ভোটের সাত দিন আগেই কেন্দ্রে সেনা চায় বিএনপি

প্রতিবেশীদের ছাড়াই পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষ ভারতের, পারবে কি

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ: স্বতন্ত্র প্রার্থীর ঘাড়ে ১ শতাংশ স্বাক্ষরের বোঝা থাকছেই

যমুনা রেলসেতুর পিলারে ফাটল, কর্তৃপক্ষ বলছে গঠনগত কোনো সমস্যা নয়

এলাকার খবর
Loading...