Ajker Patrika

জামালপুরে ইজিবাইকচালককে হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড 

জামালপুর প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২৪, ১৬: ৩৪
জামালপুরে ইজিবাইকচালককে হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড 

জামালপুরের সরিষাবাড়ীতে ইজিবাইকচালক লাইজু মিয়াকে শ্বাসরোধে হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২–এর আদালতের বিচারক মুহা. আনোয়ার ছাদাত এ রায় ঘোষণা করেন। 

রায়ে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা মো. মনি তাহেরি, মো. রুবেল মিয়া, মো. জাকির হোসেন ও সোহাগ। এর মধ্যে পলাতক রয়েছেন সোহাগ ও মো. জাকির হোসেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৬ সালের ১ অক্টোবর সরিষাবাড়ীতে লাইজু মিয়াকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তাঁর ইজিবাইক চুরি করেন আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ সন্দেহভাজন হিসেবে রুবেল মিয়া ও মনি তাহেরকে গ্রেপ্তার করে। পরে আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং ঘটনার বর্ণনা করেন। 

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী মো. শফিকুল ইসলাম আক্কাস বলেন, মামলায় ১৭  জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করেছেন আদালত।  মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের উপস্থিতিতে এই রায় দেওয়া হয়েছে। এর মধ্যে বাকি দুজন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত