Ajker Patrika

সরিষাবাড়ীতে মেলায় গিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে নানাবাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ মমিনুল ইসলাম (১৮) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

মমিনুলের নানাবাড়ি সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের বড় ঝুকনা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মমিন। গতকাল বুধবার বিকেলে ছোট বোনকে নিয়ে মমিনুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের নানাবাড়ি বেড়াতে আসেন। রাতের খাবার খেয়ে নানার সঙ্গে পাশের মুশুদ্দি গ্রামে মাজারে মেলা দেখতে যান। সেখান থেকে তিনি হারিয়ে যান।

মমিনুলের নানা মোহাম্মদ আলী বলেন, গতকাল রাতে মমিনুল তাঁর সঙ্গে মাজারে যান। একপর্যায়ে মমিনুল নিখোঁজ হয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। আজ সকালে ধানখেতে তাঁর লাশ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত