জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী ও ইসলামপুর উপজেলায় পৃথক অভিযানে ভিজিএফ কর্মসূচির ২৬১ বস্তা অবৈধভাবে মজুত করা সরকারি চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাতে সরিষাবাড়ীর ভাটারা ও ইসলামপুরের গাঁওকুড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আজ সোমবার সকালে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান ও ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ সরকারি চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন ভাটারা ইউনিয়নের রঘুনাথপুর এলাকার আব্দুল গফুরের ছেলে আশিক মিয়া, শাওয়ান আলীর ছেলে মো. শান্ত, মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে রায়হান মিয়া ও ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া এলাকার মা রাইস মিলের মালিক আরিফ মিয়া।
সরিষাবাড়ীর অভিযানে নেতৃত্ব দেন তারাকান্দি সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প (২৬ বীর)-এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছাবিদ আলী। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ও সরিষাবাড়ী থানার এসআই ফখরুল ইসলাম।
পুলিশ ও আভিযানিক দল সূত্রে জানা গেছে, ভাটারা রেলক্রসিংয়ের পাশে মোহাম্মদ নাজমুল মিয়ার ভাড়া দোকানে অভিযান চালিয়ে ভিজিএফের ৫৫ বস্তা অবৈধ চাল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তিরা সরকারি চাল মজুত করে বেচাকেনা করছিলেন। চাল বিক্রির উদ্দেশে ইজিবাইকে তোলার সময় তা জব্দ করা হয়।
ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, উদ্ধার করা চাল ও আটক তিনজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে ইসলামপুরের গাঁওকুড়া এলাকার মা রাইস মিলে অভিযান চালিয়ে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। মিলমালিক আরিফ মিয়াকে আটক ও মিলের গোডাউন সিলগালা করা হয়েছে।
সেনাবাহিনীর ক্যাপ্টেন আহসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান ও থানার ওসি সাইফুল্লাহ সাইফ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আরিফ মিয়া মা রাইস মিলের গোডাউনে সরকারি চাল মজুত করে বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় বাজারজাত করছিলেন। প্রতিটি বস্তায় ছিল ৫০ কেজি চাল।
মিলমালিক আরিফ দাবি করেছেন, চালগুলো তিনি কিনেছেন। তবে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারায় চাল জব্দ ও গোডাউন সিলগালা করা হয়।
ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে সরকারি চাল জব্দ করেছে। মিলমালিককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জামালপুরের সরিষাবাড়ী ও ইসলামপুর উপজেলায় পৃথক অভিযানে ভিজিএফ কর্মসূচির ২৬১ বস্তা অবৈধভাবে মজুত করা সরকারি চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাতে সরিষাবাড়ীর ভাটারা ও ইসলামপুরের গাঁওকুড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আজ সোমবার সকালে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান ও ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ সরকারি চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন ভাটারা ইউনিয়নের রঘুনাথপুর এলাকার আব্দুল গফুরের ছেলে আশিক মিয়া, শাওয়ান আলীর ছেলে মো. শান্ত, মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে রায়হান মিয়া ও ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া এলাকার মা রাইস মিলের মালিক আরিফ মিয়া।
সরিষাবাড়ীর অভিযানে নেতৃত্ব দেন তারাকান্দি সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প (২৬ বীর)-এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছাবিদ আলী। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ও সরিষাবাড়ী থানার এসআই ফখরুল ইসলাম।
পুলিশ ও আভিযানিক দল সূত্রে জানা গেছে, ভাটারা রেলক্রসিংয়ের পাশে মোহাম্মদ নাজমুল মিয়ার ভাড়া দোকানে অভিযান চালিয়ে ভিজিএফের ৫৫ বস্তা অবৈধ চাল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তিরা সরকারি চাল মজুত করে বেচাকেনা করছিলেন। চাল বিক্রির উদ্দেশে ইজিবাইকে তোলার সময় তা জব্দ করা হয়।
ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, উদ্ধার করা চাল ও আটক তিনজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে ইসলামপুরের গাঁওকুড়া এলাকার মা রাইস মিলে অভিযান চালিয়ে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। মিলমালিক আরিফ মিয়াকে আটক ও মিলের গোডাউন সিলগালা করা হয়েছে।
সেনাবাহিনীর ক্যাপ্টেন আহসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান ও থানার ওসি সাইফুল্লাহ সাইফ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আরিফ মিয়া মা রাইস মিলের গোডাউনে সরকারি চাল মজুত করে বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় বাজারজাত করছিলেন। প্রতিটি বস্তায় ছিল ৫০ কেজি চাল।
মিলমালিক আরিফ দাবি করেছেন, চালগুলো তিনি কিনেছেন। তবে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারায় চাল জব্দ ও গোডাউন সিলগালা করা হয়।
ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে সরকারি চাল জব্দ করেছে। মিলমালিককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পুরান ঢাকার আরমানি টোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. জুবায়েদ হোসেনকে হত্যার ঘটনায় তাঁর ছাত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে বংশালের নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে ওই ছাত্রীকে (এইচএসসি শিক্ষার্থী) আটক করে নিয়ে যায় পুলিশ। জুবায়েদ তাকে বাসায় গিয়ে পড়াতেন
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
২ ঘণ্টা আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
২ ঘণ্টা আগে