কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কটূক্তি করার অভিযোগ তুলে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কয়েকটি হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় কান্দি ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের ঘটনার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয়দের বরাতে ঘটনার বর্ণনা দিয়ে ওসি জিল্লুর রহমান বলেন, আবির অধিকারী নামে এক ফেসবুক আইডি থেকে মহানবীকে ‘কটূক্তি করা’ হয়। এই ঘটনায় পাশের বরিশালের উজিরপুরের সাতলাগ্রামসহ আশপাশের এলাকা থেকে লোকজন আবির অধিকারী নামে উত্তরকান্দি গ্রামের এক বাসিন্দার ও তাদের পাশের মাখন লাল অধিকারী, পলাশ অধিকারী ও সন্তোষ অধিকারীর বসতঘর ভাঙচুর করে।
উত্তর কান্দি গ্রামের অনাদী অধিকারীর ছেলে আবির ৭ বছর আগে ভারত চলে যায়। আবির অধিকারীর চাচাতো ভাই রঞ্জন অধিকারী আজকের পত্রিকাকে বলেন, ‘সাত বছর আগে কান্দি উচ্চ বিদ্যালয় থেকে আবির অধিকারী এসএসসি পাশ করে ভারত চলে যায়। ৩ মাস আগে আবিরের মা ও ভাই বোন এবং একসপ্তাহ আগে তার বাবা অনাদী অধিকারী বাড়ি ঘর, জমিজমা বিক্রি করে ভারত চলে গেছে।’
আবির অধিকারীর আরেক চাচাতো ভাই সৌরভ অধিকারী বলেন, ‘আবির অধিকারী ফেসবুক কিছু লিখেছে কিনা আমরা জানি না। কিন্তু রবিবার সন্ধ্যায় হঠাৎ করে ৪/৫ শত লোক এসে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এই বাড়িতে আমরা ৫টি পরিবার বসবাস করছি। আমরা এখন আতঙ্কে রয়েছি।’
এবিষয়ে কোটালীপাড়া ওলামা পরিষদের প্রচার সম্পাদক বশির বিন সামসুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য নিন্দনীয়। কিন্তু আবির অধিকারীর বাড়ির তিনটি পরিবারের উপর যে হামলা হয়েছে তা একজন মুসলিম হিসেবে আমি সমর্থন করি না।
‘তবে আমি আবির অধিকারীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।’
মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কটূক্তি করার অভিযোগ তুলে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কয়েকটি হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় কান্দি ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের ঘটনার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয়দের বরাতে ঘটনার বর্ণনা দিয়ে ওসি জিল্লুর রহমান বলেন, আবির অধিকারী নামে এক ফেসবুক আইডি থেকে মহানবীকে ‘কটূক্তি করা’ হয়। এই ঘটনায় পাশের বরিশালের উজিরপুরের সাতলাগ্রামসহ আশপাশের এলাকা থেকে লোকজন আবির অধিকারী নামে উত্তরকান্দি গ্রামের এক বাসিন্দার ও তাদের পাশের মাখন লাল অধিকারী, পলাশ অধিকারী ও সন্তোষ অধিকারীর বসতঘর ভাঙচুর করে।
উত্তর কান্দি গ্রামের অনাদী অধিকারীর ছেলে আবির ৭ বছর আগে ভারত চলে যায়। আবির অধিকারীর চাচাতো ভাই রঞ্জন অধিকারী আজকের পত্রিকাকে বলেন, ‘সাত বছর আগে কান্দি উচ্চ বিদ্যালয় থেকে আবির অধিকারী এসএসসি পাশ করে ভারত চলে যায়। ৩ মাস আগে আবিরের মা ও ভাই বোন এবং একসপ্তাহ আগে তার বাবা অনাদী অধিকারী বাড়ি ঘর, জমিজমা বিক্রি করে ভারত চলে গেছে।’
আবির অধিকারীর আরেক চাচাতো ভাই সৌরভ অধিকারী বলেন, ‘আবির অধিকারী ফেসবুক কিছু লিখেছে কিনা আমরা জানি না। কিন্তু রবিবার সন্ধ্যায় হঠাৎ করে ৪/৫ শত লোক এসে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এই বাড়িতে আমরা ৫টি পরিবার বসবাস করছি। আমরা এখন আতঙ্কে রয়েছি।’
এবিষয়ে কোটালীপাড়া ওলামা পরিষদের প্রচার সম্পাদক বশির বিন সামসুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্য নিন্দনীয়। কিন্তু আবির অধিকারীর বাড়ির তিনটি পরিবারের উপর যে হামলা হয়েছে তা একজন মুসলিম হিসেবে আমি সমর্থন করি না।
‘তবে আমি আবির অধিকারীকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।’
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেটে অজ্ঞাতনামা (৬০) এক নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। রোববার সকাল ৮টা ২০ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তিনি কাটা পড়েন। চলন্ত ট্রেনের নিচে পড়ে তাঁর শরীর দুই খণ্ড হয়ে যায়।
২৫ মিনিট আগেগেটের সামনে ভিড় করছেন কার্গো ভিলেজের কর্মচারীরা। উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলছেন, এখনো ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে, আগুন পুরোপুরি নেভেনি। পুরো আমদানি কার্গো ভিলেজ পুড়ে ছাই হয়ে গেছে।
১ ঘণ্টা আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পায়। নিহত ব্যক্তির বুকে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে বাচ্চু মোল্লার মার্কেটে এই আগুন লাগে। এতে মুদি, কাপড়, ওষুধ, জুতা, বীজসহ কমপক্ষে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
১ ঘণ্টা আগে