গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্থায়ীভাবে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে স্থায়ী ভিসি নিয়োগ না দেওয়ায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ী ভিসি নিয়োগ না হলে শিক্ষা মন্ত্রণালয় ও সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ফায়েকুজ্জামান মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ আহমেদ, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুজ্জামান রাজীব প্রমুখ।
বশেমুরবিপ্রবির ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী তোহা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর গত ২০ আগস্ট ভিসি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভিসি নিয়োগ দেওয়া হলেও শুধুমাত্র গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভিসি নিয়োগ না দিয়ে বৈষম্য তৈরি করা হচ্ছে।
তিনি আরও বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে যদি স্থায়ী ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা না হয়, তাহলে আগামী রোববার বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয় ও সচিবালয় ঘেরাও করবে।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্থায়ীভাবে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে স্থায়ী ভিসি নিয়োগ না দেওয়ায় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ী ভিসি নিয়োগ না হলে শিক্ষা মন্ত্রণালয় ও সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ফায়েকুজ্জামান মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ আহমেদ, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুজ্জামান রাজীব প্রমুখ।
বশেমুরবিপ্রবির ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী তোহা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর গত ২০ আগস্ট ভিসি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভিসি নিয়োগ দেওয়া হলেও শুধুমাত্র গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভিসি নিয়োগ না দিয়ে বৈষম্য তৈরি করা হচ্ছে।
তিনি আরও বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে যদি স্থায়ী ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা না হয়, তাহলে আগামী রোববার বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয় ও সচিবালয় ঘেরাও করবে।
টইটুম্বুর রাঙামাটির কাপ্তাই লেক। লেকের পানির উচ্চতা নিয়ন্ত্রণে না আসায় গতকাল দিবাগত রাত থেকে সাড়ে ৩ ফুট করে পানি ছেড়ে দেওয়া হয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিক) ১৬টি জলকপাট দিয়ে। এতে প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
১৩ মিনিট আগেবাগেরহাটের চারটি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে জেলা জুড়ে টানা দুইদিনের হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) হরতালের প্রথমদিন সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টা পর্যন্ত...
১৮ মিনিট আগেনাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর এলাকায় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৫ ঘণ্টা আগে