Ajker Patrika

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহত শিক্ষার্থীর লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে স্বজনেরা আহত

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৮: ১৯
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহত শিক্ষার্থীর লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে স্বজনেরা আহত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত মেহনাজ আফরিন হুমাইরার (৮) লাশ নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার পথে লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে স্বজনেরা আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, হুমাইরার লাশ নিয়ে গতকাল রাতে একটি অ্যাম্বুলেন্সে তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার তেলিপাড়া এলাকায় যাচ্ছিলেন স্বজনেরা।

যাওয়ার পথে রাত ২টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে লেগে উল্টে যায়। এ সময় ওই অ্যাম্বুলেন্সে থাকা নিহত শিক্ষার্থীর কয়েকজন স্বজন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।

পরে স্থানীয় সফিপুর তানহা হেলথকেয়ার হাসপাতালে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাঁরা রাতেই অন্য একটি অ্যাম্বুলেন্সে নিহত শিক্ষার্থী হুমাইরার লাশ নিয়ে গ্রামের বাড়িতে চলে যান।

সফিপুর তানহা হেলথকেয়ার হাসপাতালের অ্যাডমিন অফিসার মোশাররফ হোসেন বলেন, ‘রাতে দুর্ঘটনাকবলিত ওই অ্যাম্বুলেন্সে থাকা কয়েকজন আহত অবস্থায় আমাদের হাসপাতালে এসেছিলেন। কিন্তু তাঁরা গুরুতর অবস্থায় ছিলেন না। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।’

এ ব্যাপারে নাওজোড় হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সামিম জানান, রাতে ওই লাশবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকা-টঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। পরে অন্য একটি অ্যাম্বুলেন্সে ওই শিক্ষার্থীর লাশসহ স্বজনদের টাঙ্গাইলে তাঁদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

চীনের সহায়তায় বিদ্রোহীদের কাছে হারানো অঞ্চল আবার দখলে নিচ্ছে মিয়ানমার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ