শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসায় শিক্ষকের এলোপাতাড়ি বেত্রাঘাতে এক শিশুশিক্ষার্থীর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর বাবা উজ্বল মণ্ডল এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। শিশুটির পরিবারের দাবি, গত ৮ সেপ্টেম্বর ভোররাতে বরমী ইউনিয়নের আব্দুর রহমান বিন আউফ (রা.) তালিমুল কোরআন মাদ্রাসায় বেত্রাঘাত করার ঘটনাটি ঘটে।
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মো. শরিফুল ইসলাম (২৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার শফিকুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী শিশুশিক্ষার্থীর বাবা উজ্জ্বল মণ্ডল জানান, সেদিন সবকে একটু ভুল হওয়ায় শিক্ষক শরিফুল রেগে গিয়ে তাঁর ছেলেকে এলোপাতাড়ি বেত্রাঘাত করেন। একপর্যায়ে বেতের আঘাত চোখে লাগলে চোখ ফেটে রক্ত বের হতে থাকে। পরে মাদ্রাসার এক শিক্ষক তাঁকে ফোন করে ছেলের চোখের সমস্যার কথা জানিয়ে দ্রুত মাদ্রাসায় যেতে বলেন। সেখানে গিয়ে ছেলের চোখের অবস্থা মারাত্মক খারাপ দেখে দ্রুত তাকে স্থানীয় রওনক জাহান চক্ষু হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান, ছেলের চোখের অবস্থা ভালো না। এরপর তাকে ঢাকার ইসলামিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। উজ্জ্বল মণ্ডল আরও জানান, তাঁর ছেলের চোখের অবস্থা ভালো না। ডান চোখে কোনো কিছু দেখছে না।
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মো. শরিফুল ইসলাম বলেন, ‘কয়েকটি বেত্রাঘাত করেছি। বেত্রাঘাত করতে গিয়ে হঠাৎ করে চোখে আঘাত লাগে। এতটা সমস্যা হবে, বুঝতে পারিনি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসায় শিক্ষকের এলোপাতাড়ি বেত্রাঘাতে এক শিশুশিক্ষার্থীর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর বাবা উজ্বল মণ্ডল এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। শিশুটির পরিবারের দাবি, গত ৮ সেপ্টেম্বর ভোররাতে বরমী ইউনিয়নের আব্দুর রহমান বিন আউফ (রা.) তালিমুল কোরআন মাদ্রাসায় বেত্রাঘাত করার ঘটনাটি ঘটে।
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মো. শরিফুল ইসলাম (২৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার শফিকুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী শিশুশিক্ষার্থীর বাবা উজ্জ্বল মণ্ডল জানান, সেদিন সবকে একটু ভুল হওয়ায় শিক্ষক শরিফুল রেগে গিয়ে তাঁর ছেলেকে এলোপাতাড়ি বেত্রাঘাত করেন। একপর্যায়ে বেতের আঘাত চোখে লাগলে চোখ ফেটে রক্ত বের হতে থাকে। পরে মাদ্রাসার এক শিক্ষক তাঁকে ফোন করে ছেলের চোখের সমস্যার কথা জানিয়ে দ্রুত মাদ্রাসায় যেতে বলেন। সেখানে গিয়ে ছেলের চোখের অবস্থা মারাত্মক খারাপ দেখে দ্রুত তাকে স্থানীয় রওনক জাহান চক্ষু হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান, ছেলের চোখের অবস্থা ভালো না। এরপর তাকে ঢাকার ইসলামিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। উজ্জ্বল মণ্ডল আরও জানান, তাঁর ছেলের চোখের অবস্থা ভালো না। ডান চোখে কোনো কিছু দেখছে না।
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মো. শরিফুল ইসলাম বলেন, ‘কয়েকটি বেত্রাঘাত করেছি। বেত্রাঘাত করতে গিয়ে হঠাৎ করে চোখে আঘাত লাগে। এতটা সমস্যা হবে, বুঝতে পারিনি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত ৭টি মরদেহের দাবিদার এসেছে। জানতে পেরেছি ঢাকা মেডিকেলে আরও কয়েকটি মরদেহের দাবিদার এসেছে। এদের যাচাই-বাছাই করা হবে। তবে মরদেহগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রাখা হবে।
৪ মিনিট আগেজেয়ালতা গ্রামের বৃদ্ধ আব্দুল মজিদ (৬৭) বলেন, ‘ভোর থেকে লাইন ধরি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন আরও লম্বা হয়। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও আটা পাই না।’
১৩ মিনিট আগেখুলনার তেরখাদায় গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি ওএমএসের (ওপেন মার্কেট সেল) আটা বাজারে পাচারের সময় ধরা পড়েছেন হামিম বিল্লাহ (৪০) নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন তিনি।
৪০ মিনিট আগেরাজধানীর কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী নজরুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পুরান ঢাকার নবাবপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কলাবাগান থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে