কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ার একটি মাদ্রাসার জাল সনদধারী তিন শিক্ষকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ায় ভারপ্রাপ্ত সুপারকে শারীরিকভাবে হেনস্তাসহ প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। গত বুধবারের (২২ জানুয়ারি) এ ঘটনায় শুক্রবার কাপাসিয়া থানায় মামলা করা হয়েছে।
এদিকে ভারপ্রাপ্ত সুপারকে শারীরিকভাবে হেনস্তা করার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁর দিকে এক ব্যক্তিকে বারবার তেড়ে যেতে দেখে যায়। সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি তাঁকে বাধা দিয়ে থামানোর চেষ্টা করেন। এ সময় তিনি ওই শিক্ষককে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন।
হেনস্তার শিকার মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. আবুল হাসেম আকন্দ বাদী হয়ে ছয়জনের নামে কাপাসিয়া থানায় মামলাটি করেন। মামলার আসামিরা হলেন, তিনজন ভুয়া শিক্ষক, সাবেক ভারপ্রাপ্ত সুপার মো. মেজবাহউদ্দিন ও মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক দুই সভাপতি।
মামলার বাদী ভারপ্রাপ্ত সুপার মো. আবুল হাসেম আকন্দ বলেন, উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়িবাড়ি বালিকা দাখিল মাদ্রাসায় স্থানীয় একটি জালিয়াতচক্র সাবেক ভারপ্রাপ্ত সুপার মো. মেজবাহউদ্দিনের যোগসাজশে সনদ ও স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্য করে আসছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক মিন্টু ২০১০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ওই মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ সময় সনদ জালিয়াতি করে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর জুনিয়র শিক্ষক মোসা. হাছিনা এবং ২০১৬ সালের ২০ আগস্ট ইবতেদায়ি প্রধান পদে চাকরি নেন মো. রফিকুল ইসলাম।
অপরদিকে ২০২৩ সালে সিংহশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আকন্দ ওই মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়ে ওই বছরের ১৯ অক্টোবর জালিয়াতি করে সহকারী মৌলভি শিক্ষক পদে শফিকুল ইসলামকে নিয়োগ দেন। তাঁরা তিনজন নিয়োগের পর থেকে এমপিওভুক্ত হয়ে নিয়মিত বেতন-ভাতা ভোগ করে আসছিলেন। কিন্তু গত বছর কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ভারপ্রাপ্ত সুপার ওই মাদ্রাসায় কর্মরত ৮ জন নিবন্ধন সনদধারী শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনজন শিক্ষকের সনদ জাল এবং নাজমা বেগম নামের একজন শিক্ষকের কাগজপত্রের হদিস পাওয়া যায়নি উল্লেখ করে প্রতিবেদন জমা দেন।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর গত ৭ জানুয়ারি তাঁদের এমপিও বন্ধ করে এক প্রতিবেদনে তিন ভুয়া শিক্ষকসহ তাঁদের নিয়োগদাতাদের বিরুদ্ধে ভারপ্রাপ্ত সুপারকে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। তা ছাড়া বেতনভাতা বাবদ তোলা ১৭ লাখ ৫৬ হাজার ৮৩৮ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে। সে অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়ায় ক্ষুব্ধ হয় তারা। গত বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ভুয়া শিক্ষক হাছিনার ভাশুর মো. আফাজউদ্দিন বড়িবাড়ি চৌরাস্তা এলাকায় ভারপ্রাপ্ত সুপারকে পেয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় একাধিকবার কিলঘুসি মারতে এগিয়ে যান এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেন। এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের কাপাসিয়ার একটি মাদ্রাসার জাল সনদধারী তিন শিক্ষকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ায় ভারপ্রাপ্ত সুপারকে শারীরিকভাবে হেনস্তাসহ প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। গত বুধবারের (২২ জানুয়ারি) এ ঘটনায় শুক্রবার কাপাসিয়া থানায় মামলা করা হয়েছে।
এদিকে ভারপ্রাপ্ত সুপারকে শারীরিকভাবে হেনস্তা করার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁর দিকে এক ব্যক্তিকে বারবার তেড়ে যেতে দেখে যায়। সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি তাঁকে বাধা দিয়ে থামানোর চেষ্টা করেন। এ সময় তিনি ওই শিক্ষককে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন।
হেনস্তার শিকার মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. আবুল হাসেম আকন্দ বাদী হয়ে ছয়জনের নামে কাপাসিয়া থানায় মামলাটি করেন। মামলার আসামিরা হলেন, তিনজন ভুয়া শিক্ষক, সাবেক ভারপ্রাপ্ত সুপার মো. মেজবাহউদ্দিন ও মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক দুই সভাপতি।
মামলার বাদী ভারপ্রাপ্ত সুপার মো. আবুল হাসেম আকন্দ বলেন, উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়িবাড়ি বালিকা দাখিল মাদ্রাসায় স্থানীয় একটি জালিয়াতচক্র সাবেক ভারপ্রাপ্ত সুপার মো. মেজবাহউদ্দিনের যোগসাজশে সনদ ও স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্য করে আসছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক মিন্টু ২০১০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ওই মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ সময় সনদ জালিয়াতি করে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর জুনিয়র শিক্ষক মোসা. হাছিনা এবং ২০১৬ সালের ২০ আগস্ট ইবতেদায়ি প্রধান পদে চাকরি নেন মো. রফিকুল ইসলাম।
অপরদিকে ২০২৩ সালে সিংহশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আকন্দ ওই মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়ে ওই বছরের ১৯ অক্টোবর জালিয়াতি করে সহকারী মৌলভি শিক্ষক পদে শফিকুল ইসলামকে নিয়োগ দেন। তাঁরা তিনজন নিয়োগের পর থেকে এমপিওভুক্ত হয়ে নিয়মিত বেতন-ভাতা ভোগ করে আসছিলেন। কিন্তু গত বছর কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ভারপ্রাপ্ত সুপার ওই মাদ্রাসায় কর্মরত ৮ জন নিবন্ধন সনদধারী শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনজন শিক্ষকের সনদ জাল এবং নাজমা বেগম নামের একজন শিক্ষকের কাগজপত্রের হদিস পাওয়া যায়নি উল্লেখ করে প্রতিবেদন জমা দেন।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর গত ৭ জানুয়ারি তাঁদের এমপিও বন্ধ করে এক প্রতিবেদনে তিন ভুয়া শিক্ষকসহ তাঁদের নিয়োগদাতাদের বিরুদ্ধে ভারপ্রাপ্ত সুপারকে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। তা ছাড়া বেতনভাতা বাবদ তোলা ১৭ লাখ ৫৬ হাজার ৮৩৮ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে। সে অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়ায় ক্ষুব্ধ হয় তারা। গত বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ভুয়া শিক্ষক হাছিনার ভাশুর মো. আফাজউদ্দিন বড়িবাড়ি চৌরাস্তা এলাকায় ভারপ্রাপ্ত সুপারকে পেয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় একাধিকবার কিলঘুসি মারতে এগিয়ে যান এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেন। এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে ও সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোছা. সুমী খাতুন (২২) তিন মাস আগে ভালোবেসে বিয়ে করেন পার্শ্ববর্তী রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ বিএ কলেজের শিক্ষার্থী সজীব হাসানকে।
১০ মিনিট আগেচাঁদপুর সদরের বাগাদিতে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগাদি চৌরাস্তা মোড় ব্রিজসংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেবিভাগ সূত্রে জানা গেছে, অনলাইনে গুগল ফরমের মাধ্যমে ইতিমধ্যে সাবেক ২৬০ জন এবং বর্তমানে অধ্যয়নরত প্রায় ৩০০ জন শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। দুই দিনব্যাপী এই আয়োজনে চলমান পাঁচটি ব্যাচসহ মোট ২০টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেবেন।
১৬ মিনিট আগেরাজধানীর উত্তরার বিআরটির (বাস র্যাপিড ট্রানজিট) উড়াল সড়ক থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর, তবে পরিচয় জানা যায়নি।
৩৪ মিনিট আগে