গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক বিক্ষোভের কারণে তুসুকা গ্রুপের ছয়টি তৈরি পোশাক কারখানায় আজ সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানার ভেতরে কাজের সুষ্ঠু পরিবেশ নেই উল্লেখ করে তুসুকা গ্রুপের কর্তৃপক্ষ গতকাল রোববার বিকেলে শ্রমিকেরা চলে যাওয়ার পর প্রধান ফটকে ছুটির নোটিশ সাঁটিয়ে দেয়।
সাধারণ ছুটি ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো তুসুকা জিনস লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিমিডেট, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড ও তুসুকা প্যাকেজিং লিমিটেড।
নোটিশে বলা হয়, উল্লেখিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, কারখানার ভেতরে সুষ্ঠু কর্মপরিবেশ না থাকার কারণে ২১ এপ্রিল সোমবার থেকে ২৩ এপ্রিল বুধবার পর্যন্ত তিন দিন কারখানার সব কার্যক্রম সাধারণ ছুটি হিসেবে বন্ধ থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বিভিন্ন দাবিতে তুসুকা গ্রুপের শ্রমিকেরা গত শনিবার কয়েক ঘণ্টা কর্মবিরতিসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে শনিবার কারখানার ছুটির পর তাঁরা চলে যান। ওই দিনই মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়ে কারখানার ফটকে নোটিশ টানিয়ে দেয়। কিন্তু তারপরও শ্রমিকেরা গতকাল কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
জানা গেছে, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) অনুযায়ী বেতনে কাঠামোর এক শ ভাগ গ্রেডিং করতে হবে, ঈদের ছুটিতে কোনো জেনারেল না কাটানো, বাৎসরিক পিকনিকের আয়োজন করা, উপকারভোগে স্বজনপ্রীতি বন্ধ করা, কারখানায় যোগদান অনুযায়ী ছুটির টাকা দেওয়া, বকেয়া চলতি মাসে পরিশোধ করা, শ্রমিক ছাঁটাই বন্ধ করাসহ আরও বেশ কিছু দাবি জানিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন।
তুসুকা গ্রুপের পরিচালক মো. তারেক হাসান আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকেরা শনিবার কর্মসূচি পালন করার পর ওই দিন বিকেলেই তাঁদের দাবি মেনে নিয়ে নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়। তবু তাঁরা আন্দোলন চালিয়ে যান। এর পেছনে বহিরাগতদের ইন্ধন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রুপের ছয়টি প্রতিষ্ঠানে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার পরও তাঁরা শান্ত না হওয়ায় মালিকপক্ষ তিন দিনের ছুটি ঘোষণা করেছে। আমরা কারখানা এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি নজর রাখছি। আশা করি, শ্রমিকেরা সবকিছু বিবেচনা করে ছুটির পরে কাজ যোগ দেবেন।’
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক বিক্ষোভের কারণে তুসুকা গ্রুপের ছয়টি তৈরি পোশাক কারখানায় আজ সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানার ভেতরে কাজের সুষ্ঠু পরিবেশ নেই উল্লেখ করে তুসুকা গ্রুপের কর্তৃপক্ষ গতকাল রোববার বিকেলে শ্রমিকেরা চলে যাওয়ার পর প্রধান ফটকে ছুটির নোটিশ সাঁটিয়ে দেয়।
সাধারণ ছুটি ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো তুসুকা জিনস লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিমিডেট, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড ও তুসুকা প্যাকেজিং লিমিটেড।
নোটিশে বলা হয়, উল্লেখিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, কারখানার ভেতরে সুষ্ঠু কর্মপরিবেশ না থাকার কারণে ২১ এপ্রিল সোমবার থেকে ২৩ এপ্রিল বুধবার পর্যন্ত তিন দিন কারখানার সব কার্যক্রম সাধারণ ছুটি হিসেবে বন্ধ থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বিভিন্ন দাবিতে তুসুকা গ্রুপের শ্রমিকেরা গত শনিবার কয়েক ঘণ্টা কর্মবিরতিসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে শনিবার কারখানার ছুটির পর তাঁরা চলে যান। ওই দিনই মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়ে কারখানার ফটকে নোটিশ টানিয়ে দেয়। কিন্তু তারপরও শ্রমিকেরা গতকাল কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
জানা গেছে, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) অনুযায়ী বেতনে কাঠামোর এক শ ভাগ গ্রেডিং করতে হবে, ঈদের ছুটিতে কোনো জেনারেল না কাটানো, বাৎসরিক পিকনিকের আয়োজন করা, উপকারভোগে স্বজনপ্রীতি বন্ধ করা, কারখানায় যোগদান অনুযায়ী ছুটির টাকা দেওয়া, বকেয়া চলতি মাসে পরিশোধ করা, শ্রমিক ছাঁটাই বন্ধ করাসহ আরও বেশ কিছু দাবি জানিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন।
তুসুকা গ্রুপের পরিচালক মো. তারেক হাসান আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকেরা শনিবার কর্মসূচি পালন করার পর ওই দিন বিকেলেই তাঁদের দাবি মেনে নিয়ে নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়। তবু তাঁরা আন্দোলন চালিয়ে যান। এর পেছনে বহিরাগতদের ইন্ধন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রুপের ছয়টি প্রতিষ্ঠানে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার পরও তাঁরা শান্ত না হওয়ায় মালিকপক্ষ তিন দিনের ছুটি ঘোষণা করেছে। আমরা কারখানা এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি নজর রাখছি। আশা করি, শ্রমিকেরা সবকিছু বিবেচনা করে ছুটির পরে কাজ যোগ দেবেন।’
প্রায় দেড় দশক পর হকারমুক্ত হয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জুরাইনের সড়ক। একসময় অপ্রশস্ত সড়কটি পদ্মা সেতু নির্মাণের কারণে হয়ে ওঠে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় প্রবেশের পথ। যানবাহনের চাপ বাড়ায় সড়কটি বেশ প্রশস্ত করা হলেও অর্ধেক চলে যায় হকারদের দখলে। এতে জুরাইন রেলগেট এলাকায় দিনরাতে যানজট লেগেই থাকত।
৩ ঘণ্টা আগেকিংবদন্তিতুল্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে সম্মাননা দিল সংস্কৃতি মন্ত্রণালয়। রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে গতকাল রোববার একাডেমির ব্যবস্থাপনায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগেজমি নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের জটিলতায় ঠাকুরগাঁওয়ে মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালত ভবন নির্মাণকাজ থমকে রয়েছে। এতে বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ করে বিচারপ্রার্থী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এজলাস সংকট, নথিপত্রের অব্যবস্থাপনা এবং মৌলিক সুবিধার অভাবে আদালতের স্বাভাবিক কার্যক্রম
৩ ঘণ্টা আগেশিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পর থেকেই উত্তাল রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। এ ঘটনায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র জোট।
৪ ঘণ্টা আগে