গাজীপুর প্রতিনিধি
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমার কেন জানি মনে হয়েছে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে। কেন এই জ্বালা ভাই আপনাদের? আপনাদের উদ্দেশ্য কী?’
আজ শনিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, ‘আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু উষ্মা প্রকাশ করেছেন। লন্ডনের বৈঠক নিয়ে কেউ কেউ বলেছেন, নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে। ভাই আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি? আপনারা কখন নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন? পাকিস্তানের সময় আন্দোলনে আপনারা সমর্থন করেননি। আপনারা ’৭১ সালে জনগণের বিরোধিতা করেছেন। আপনারা ’৮৬ সালে হাসিনার সঙ্গে নির্বাচন করেছেন, ’৯৫-তে বিএনপি সরকারের বিরুদ্ধে হাসিনার সঙ্গে আন্দোলন করেছেন। আপনারা ৫ আগস্টের পরে বললেন, “আওয়ামী লীগকে মাফ করে দেব। ভারতের সঙ্গে সম্পর্কের বৃদ্ধি করব। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের নীতিতে?”’
ভারতের পুশ ইন প্রসঙ্গ টেনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘কেন পুশ ইন করাচ্ছেন? এসব ভারতের লোক। পায়ে পাড়া দিয়ে, গায়ে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী দেশ কি ঝামেলা পাকাতে চায় বাংলাদেশের সঙ্গে? কই শেখ হাসিনার সময় আপনারা তো পুশ ইন করেননি? গতকালও (শুক্রবার) ৪৪ জন পুশ ইন করেছেন। তাঁদের মধ্যে ভারতের নাগরিকের কার্ড আছে। এই কার্ডসহ চার পাঁচজনকে আমাদের বিজিবি ধরেছে। আমি সরকারকে বলব, আপনারা এর কড়া জবাব দিন। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, এর একটি স্বাধীন পতাকা আছে, শক্তিশালী সার্বভৌমত্ব আছে।’
রিজভী আরও বলেন, ‘এ দেশের মানুষ লড়াকু। আমি ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই। এভাবে বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে, অশ্রদ্ধা করে যদি পুশ ইন অব্যাহত রাখেন, তাহলে এর দায় আপনাদেরকেই নিতে হবে।’
গাজীপুর জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় গবেষণাবিষয়ক সম্পাদক সাবিকুর রহমান শাহীন, হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সড়ক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান, ওমর ফারুক শাফিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমার কেন জানি মনে হয়েছে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে। কেন এই জ্বালা ভাই আপনাদের? আপনাদের উদ্দেশ্য কী?’
আজ শনিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, ‘আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু উষ্মা প্রকাশ করেছেন। লন্ডনের বৈঠক নিয়ে কেউ কেউ বলেছেন, নিরপেক্ষতা ক্ষুণ্ন হবে। ভাই আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি? আপনারা কখন নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন? পাকিস্তানের সময় আন্দোলনে আপনারা সমর্থন করেননি। আপনারা ’৭১ সালে জনগণের বিরোধিতা করেছেন। আপনারা ’৮৬ সালে হাসিনার সঙ্গে নির্বাচন করেছেন, ’৯৫-তে বিএনপি সরকারের বিরুদ্ধে হাসিনার সঙ্গে আন্দোলন করেছেন। আপনারা ৫ আগস্টের পরে বললেন, “আওয়ামী লীগকে মাফ করে দেব। ভারতের সঙ্গে সম্পর্কের বৃদ্ধি করব। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের নীতিতে?”’
ভারতের পুশ ইন প্রসঙ্গ টেনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘কেন পুশ ইন করাচ্ছেন? এসব ভারতের লোক। পায়ে পাড়া দিয়ে, গায়ে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী দেশ কি ঝামেলা পাকাতে চায় বাংলাদেশের সঙ্গে? কই শেখ হাসিনার সময় আপনারা তো পুশ ইন করেননি? গতকালও (শুক্রবার) ৪৪ জন পুশ ইন করেছেন। তাঁদের মধ্যে ভারতের নাগরিকের কার্ড আছে। এই কার্ডসহ চার পাঁচজনকে আমাদের বিজিবি ধরেছে। আমি সরকারকে বলব, আপনারা এর কড়া জবাব দিন। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, এর একটি স্বাধীন পতাকা আছে, শক্তিশালী সার্বভৌমত্ব আছে।’
রিজভী আরও বলেন, ‘এ দেশের মানুষ লড়াকু। আমি ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই। এভাবে বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে, অশ্রদ্ধা করে যদি পুশ ইন অব্যাহত রাখেন, তাহলে এর দায় আপনাদেরকেই নিতে হবে।’
গাজীপুর জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় গবেষণাবিষয়ক সম্পাদক সাবিকুর রহমান শাহীন, হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সড়ক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান, ওমর ফারুক শাফিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী এই অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের খাবার পরিবেশনব্যবস্থা ও প্যাথলজি বিভাগ ঘুরে দেখেন কর্মকর্তারা।
৮ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তালিকাভুক্ত সংগঠন ছাড়া কোনো সভা, সমাবেশ বা মানববন্ধনসহ কর্মসূচি পালন করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়।
১৩ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে কাঁচপুর এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
১ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে