শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মাদক সেবন করে ফুটবল মাঠে গিয়ে অস্বাভাবিক আচরণে বাধা দেওয়ার হুমকির দুই ঘণ্টা পর ছুরিকাঘাতে এক স্কুলছাত্র খুন হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত স্কুলছাত্রের নাম মো. জয় হাসান (১৫)। সে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের মো. বোরহান উদ্দিনের ছেলে ও শ্রীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও নিহত জয়ের বন্ধু সংগ্রাম বলেন, ‘বিকেল ৪টার দিকে আমরা ১৫ থেকে ১৭ জন মিলে সরকার মাঠে ফুটবল খেলছিলাম। এ সময় মাদকাসক্ত মোজাম্মেল হক একটি রামদা হাতে নিয়ে এসে মুদি দোকানি হাবিবুরের ছেলে জুনায়েদকে হুমকি দেয়। জয়ের বন্ধু জুনায়েদকে হুমকি দিলে জয় প্রতিবাদ করে। খেলা শেষে আমরা সবাই মাঠের পাশে বসে বিশ্রাম নিচ্ছিলাম। এ সময় হঠাৎ করে অভিযুক্ত মোজাম্মেল পুনরায় মাদক সেবন করে অস্বাভাবিক আচার-আচরণ করে জুনায়েদসহ জয়কে কুপিয়ে তিন ভাগ করে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
এরপর আমরা সবাই পাশের সরকার মার্কেটে গেলে মোজাম্মেল এসে আমাদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। এ সময় আমরা ছয়জন ছিলাম। হঠাৎ করে মোজাম্মেল হক তার ভাইকে ডাক দিলে তার বড়ভাই আজিজুল একটি ধারালো ছুরি এনে মোজাম্মেলের হাতে দেয়। তাৎক্ষণিকভাবে জয়কে সজোরে একটি লাথি মেরে ফেলে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।’
স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, ফুটবল খেলার দ্বন্দ্বের জেরে রাত ১০টার দিকে স্থানীয় লোহাগাছ সরকার মার্কেট এলাকায় নিহত স্কুলছাত্র জয়ের সঙ্গে স্থানীয় সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হকের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মোজাম্মেল উত্তেজিত হয়ে দৌড়ে বাড়ি থেকে ভাইয়ের মাধ্যমে ধারালো ছুরি এনে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্বজন ও স্থানীয়রা জয়কে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা রাজু মিয়া বলেন, পাশের সরকার মার্কেটে আশপাশের ছেলেদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জয়ের বন্ধুবান্ধবসহ ১৭ জন অংশ নেন। খেলার মাঠে তাদের মধ্যে দুই দফা বাগ বিতণ্ডা হয়। এ নিয়ে রাতে জয় বাড়ির পাশে মার্কেটে গেলে ছুরিকাঘাত করে অভিযুক্ত মোজাম্মেল।
নিহত জয়ের বাবা বোরহান উদ্দিন বলেন, ‘কয়েকজন অপরাধী মাদকাসক্ত যুবক আমার ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে করলেও মৃত্যু নিশ্চিত না হওয়ায় আমার ছেলেকে অণ্ডকোষে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। আমার তরি ডুবিয়ে দেয়। আমি বিচার চাই।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
গাজীপুরের শ্রীপুরে মাদক সেবন করে ফুটবল মাঠে গিয়ে অস্বাভাবিক আচরণে বাধা দেওয়ার হুমকির দুই ঘণ্টা পর ছুরিকাঘাতে এক স্কুলছাত্র খুন হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত স্কুলছাত্রের নাম মো. জয় হাসান (১৫)। সে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের মো. বোরহান উদ্দিনের ছেলে ও শ্রীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও নিহত জয়ের বন্ধু সংগ্রাম বলেন, ‘বিকেল ৪টার দিকে আমরা ১৫ থেকে ১৭ জন মিলে সরকার মাঠে ফুটবল খেলছিলাম। এ সময় মাদকাসক্ত মোজাম্মেল হক একটি রামদা হাতে নিয়ে এসে মুদি দোকানি হাবিবুরের ছেলে জুনায়েদকে হুমকি দেয়। জয়ের বন্ধু জুনায়েদকে হুমকি দিলে জয় প্রতিবাদ করে। খেলা শেষে আমরা সবাই মাঠের পাশে বসে বিশ্রাম নিচ্ছিলাম। এ সময় হঠাৎ করে অভিযুক্ত মোজাম্মেল পুনরায় মাদক সেবন করে অস্বাভাবিক আচার-আচরণ করে জুনায়েদসহ জয়কে কুপিয়ে তিন ভাগ করে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
এরপর আমরা সবাই পাশের সরকার মার্কেটে গেলে মোজাম্মেল এসে আমাদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। এ সময় আমরা ছয়জন ছিলাম। হঠাৎ করে মোজাম্মেল হক তার ভাইকে ডাক দিলে তার বড়ভাই আজিজুল একটি ধারালো ছুরি এনে মোজাম্মেলের হাতে দেয়। তাৎক্ষণিকভাবে জয়কে সজোরে একটি লাথি মেরে ফেলে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।’
স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, ফুটবল খেলার দ্বন্দ্বের জেরে রাত ১০টার দিকে স্থানীয় লোহাগাছ সরকার মার্কেট এলাকায় নিহত স্কুলছাত্র জয়ের সঙ্গে স্থানীয় সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হকের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মোজাম্মেল উত্তেজিত হয়ে দৌড়ে বাড়ি থেকে ভাইয়ের মাধ্যমে ধারালো ছুরি এনে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্বজন ও স্থানীয়রা জয়কে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় বাসিন্দা রাজু মিয়া বলেন, পাশের সরকার মার্কেটে আশপাশের ছেলেদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জয়ের বন্ধুবান্ধবসহ ১৭ জন অংশ নেন। খেলার মাঠে তাদের মধ্যে দুই দফা বাগ বিতণ্ডা হয়। এ নিয়ে রাতে জয় বাড়ির পাশে মার্কেটে গেলে ছুরিকাঘাত করে অভিযুক্ত মোজাম্মেল।
নিহত জয়ের বাবা বোরহান উদ্দিন বলেন, ‘কয়েকজন অপরাধী মাদকাসক্ত যুবক আমার ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে করলেও মৃত্যু নিশ্চিত না হওয়ায় আমার ছেলেকে অণ্ডকোষে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। আমার তরি ডুবিয়ে দেয়। আমি বিচার চাই।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের এক দিন পর রবিউল ইসলাম (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগেমঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ইতিমধ্যে ১০ দফা দাবি ও প্রস্তাব জমা দিয়েছে।
৩৩ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে রাফিয়া নামের এক নারীর সঙ্গে বেড়াতে গিয়ে দুই যুবক অপহরণের শিকার হয়েছেন। তাঁরা হলেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়ার শফিউল আলমের ছেলে মো. আদনান (২১) এবং একই এলাকার মো. শফিকের ছেলে মো. হাশেম (২২)। এ ঘটনায় হওয়া মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেখুলনায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সামছুন নাহার লাকির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। লাকি খুলনা মেডিকেল কলেজের অধ্যাপক এবং হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান হিসেবে কর্মরত। নির্যাতনের অভিযোগে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গৃহকর্মী আকলিমা খাতুন বাদী হয়ে খুলনার অতিরিক্ত...
১ ঘণ্টা আগে