Ajker Patrika

নিখোঁজের পর পুকুরে মিলল শিশুর লাশ

 টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৫, ১৩: ০৭
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে টঙ্গীর গোপালপুর কাজীবাড়ি মাজার এলাকার একটি পুকুরে শিশুর লাশটি ভাসতে দেখা যায়। এর আগে গতকাল সোমবার রাত পৌনে ১২টা থেকে শিশুটি নিখোঁজ ছিল।

মৃত শিশুটির নাম শফিকুল ইসলাম (৬)। সে শেরপুর জেলার নালিতাবাড়ী থানার কৃষ্ণ ডেভিচর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে। শিশুটি তার পরিবারের সঙ্গে টঙ্গীর গোপালপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকত।

থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ বায়জিদ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

পুলিশ জানায়, সোমবার রাতে শিশুটি নিখোঁজের পর মঙ্গলবার ভোরে ওই এলাকার একটি পুকুরে পানিতে শিশু শফিকুলের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়রের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

সন্তান জন্মের ৪ মাস পর বিয়ের খবর দিলেন জেমস

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদ আখতারকে একহাত নিলেন লাকি আলী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ