Ajker Patrika

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকালে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে প্রায় দেড় ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল শুরু হয়।

শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় দ্যাটস ইট পোশাক কারখানার কর্তৃপক্ষ কোনো নোটিশ না দিয়ে কারখানার ৭৬ জন শ্রমিককে ছাঁটাই করে। আজ সকালে ছাঁটাইকৃত শ্রমিকেরা অন্য দিনের মতো কাজে যোগ দিতে এলে কারখানায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়।

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

এ সময় তাঁদের প্রবেশ করতে না দেওয়ার কারণ জানতে চাইলে জানানো হয়, ইতিপূর্বে শ্রমিক আন্দোলনে অংশ নিয়েছে—এমন অভিযোগে তাঁদের ছাঁটাই করা হয়েছে। প্রতিবাদের সকাল ১০টার দিকে কারখানার ফটকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা কারখানার অন্য শ্রমিকদেরও বিক্ষোভে যোগ দিতে আহ্বান জানান।

পরে কারখানার অন্য শ্রমিকরাও বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভে অংশ নিয়ে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ৭৬ জন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে দ্যাটস ইট কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। তাঁদের দাবিদাওয়ার বিষয়ে আগামীকাল (সোমবার) বিজিএমইএ কার্যালয়ে আলোচনা করে বিষয়টি মীমাংসা করার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। এতে ঘণ্টাখানেক পর মহাসড়কে যান চলাচল শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি আমলের শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ

মনগড়া সংস্কার প্রস্তাব জাতির জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে, বিএনপির হুঁশিয়ারি

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যশোরের বিএনপি নেতা নিহত

‘বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ কর্মীরা নিরাপদে থাকবে’

সোনার দাম আরও কমে দুই লাখের ঘরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ