Ajker Patrika

দুই হ্যাকারের বাড়িতে অভিযান, সিমসহ ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ

গাইবান্ধা প্রতিনিধি
হ্যাকারদের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সিম কার্ড জব্দ করা হয়। ছবি: সংগৃহীত
হ্যাকারদের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সিম কার্ড জব্দ করা হয়। ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই হ্যাকারের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে বিপুল ইলেকট্রনিক সরঞ্জাম ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এই হ্যাকারদের বিরুদ্ধে এলাকার জন্য বরাদ্দ বয়স্ক, বিধবা ভাতাসহ বিভিন্ন দপ্তরের ভাতা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আজ শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার গভীর রাত পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। এদিন প্রথম অভিযান চালানো হয় জুয়েল নামের এক হ্যাকারের বাড়িতে। তাঁর ঘর থেকে উদ্ধার করা হয় একটি ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, অ্যান্ড্রয়েড ও বাটন ফোনসহ শতাধিক সিম কার্ড। এসব কার্ডের মধ্যে গ্রামীণফোন, স্কুটো, রবি-এয়ারটেল ও বাংলালিংকের সিম রয়েছে। এ ছাড়া জব্দ করা হয়েছে নগদ অর্থ। ওই রাতে আরেক হ্যাকার রনির বাড়িতে অভিযান চালানো হয়। তাঁর বাড়ি থেকেও সিম কার্ড, হার্ডড্রাইভ, পেনড্রাইভ, রাউটার, সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, প্রিন্টারসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

হ্যাকারদের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সিম কার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়। ছবি: সংগৃহীত
হ্যাকারদের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল সিম কার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়। ছবি: সংগৃহীত

অভিযানের সময় ওই দুই হ্যাকার বাড়িতে ছিলেন না। যৌথ বাহিনী জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বহুদিন ধরে একটি গোষ্ঠী গোবিন্দগঞ্জ এলাকায় সাইবার অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এরা সমাজসেবার বয়স্ক ও বিধবা ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, এই দুই হ্যাকার চিহ্নিত সাইবার অপরাধী। এর আগে একই অপরাধে এই এলাকার কয়েকজনকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: বোরকা পরে ঢুকে স্কুলড্রেসে বেরিয়ে যান একজন, গৃহকর্মী বলে সন্দেহ

দল বিলুপ্ত করে বিএনপিতে বাংলাদেশ এলডিপির সেলিম, প্রার্থী হবেন ধানের শীষের

হাতকড়া ও শিকল পরিয়ে আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ

২০০ আসনে জিতলেও জাতীয় সরকার গঠন করবে জামায়াত: শফিকুর রহমান

এলাকার খবর
Loading...