Ajker Patrika

গাইবান্ধায় মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ২০: ১৮
গাইবান্ধায় মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পুলিশ। ঈদুল ফিতরকে সামনে রেখে শহর যানজট মুক্ত করতে আজ শনিবার দুপুরে শহরের থানা মোড় থেকে এই অভিযান শুরু হয়। 

এ সময় মহাসড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। 

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকারিয়া।

এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জের পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিমন তালুকদার প্রমুখ। 

অতিরিক্ত ডিআইজি জাকারিয়া ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সে জন্য এই অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া অবৈধ বালু বহনকারী ড্রাম ট্রাক নিয়ম-বহির্ভূত চলাচলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রদলের সভাপতির বেয়াদবি ছুটায় দেব: জামায়াত নেতা সাঈদের ফেসবুক পোস্ট

বিবৃতি দিয়ে রাত ১০টার পর থেকে নেপালের নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী

ডাকসুর ফলাফল ঘোষণায় বিলম্বের কারণ জানালেন রিটার্নিং কর্মকর্তা

নেপালের অর্থমন্ত্রীকে দিগম্বর করে নদীতে নিক্ষেপ

জাতির উদ্দেশে ভাষণ দেবেন নেপালের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত