Ajker Patrika

ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ যুবক আটক

ফেনী প্রতিনিধি  
ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ যুবক আটক। ছবি: সংগৃহীত
ফেনী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ যুবক আটক। ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন। আজ বুধবার বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন–নোয়াখালী জেলার সেনবাগের শ্রীপদী এলাকার মৃত উজির আলীর ছেলে মো. আব্দুল হালিম (৩৩) ও একই এলাকার মো. ইকরাম হোসেনের ছেলে মো. আরমান হোসেন (১৯)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক দুজন প্রায় ১৮ মাস আগে অবৈধভাবে ভারতে গিয়ে রাজমিস্ত্রি ও গ্রিলের কাজ করেন। আজ দিবাগত রাতে পরশুরাম উপজেলার দক্ষিণ মালিপাথর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার সময় তাদের আটক করা হয়েছে।

জানতে চাইলে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক দুজনকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

এলাকার খবর
Loading...