Ajker Patrika

ফরিদপুরে স্ত্রীকে তালাকের পর কিশোরীকে ধর্ষণ, বাবার আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফরিদপুরে এক কিশোরীকে ধর্ষণের মামলায় তাঁর বাবাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ফরিদপুর সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা। রায়ের পর তাঁকে কারাগারে পাঠানো হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন তাঁর তালাকপ্রাপ্ত স্ত্রী ও কিশোরীর মা।

আদালত সূত্রে জানা গেছে, মামলাটি তদন্ত করেন ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক শোহানা আক্তার। তিনি ২০২৩ সালের ২৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের বিষয়টি প্রমাণিত হয়েছে। তাঁর ডিএনএ রিপোর্টেও প্রমাণ মিলেছে। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালতের বিচারক আসামির আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। মৃত্যু না হওয়া পর্যন্ত তাঁকে কারাভোগ করতে হবে। সমাজে এমন গর্হিত কাজ যাতে আর না হয়, সে জন্য এই রায়ে বাদীপক্ষসহ আমরা সন্তুষ্ট।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত