দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে মধ্যরাতে পাঁচ মিনিটের ঝড়ে গাছপালাসহ বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় সড়কে গাছ ভেঙে পড়ে সড়কযোগাযোগে বিঘ্ন ঘটে। এ ছাড়া গাছের ডাল বৈদ্যুতিক খুঁটিতে পড়ে ও তার ছিঁড়ে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়েছে অনেক জায়গা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের দেওয়া তথ্যসূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১টা ৪৬ মিনিট থেকে ১টা ৫১ মিনিট পর্যন্ত স্থায়ী এই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার।
ঝড়ে দিনাজপুর-বোচাগঞ্জ ও দিনাজপুর-কাহারোল উপজেলা সড়কে গাছ পড়ে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভোর থেকেই ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট সড়ক থেকে গাছ অপসারণের কাজ শুরু করে।
দিনাজপুর শহরে ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানের গাছপালারও অনেক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন চত্বর ও সামনের সড়কে থাকা বেশ কিছু গাছ ভেঙে পড়েছে। এ সময় বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। বিভিন্ন স্থানে ইন্টারনেটের তার ছিঁড়ে যাওয়ায় ইন্টারনেট নেটওয়ার্কও বাধাগ্রস্ত হচ্ছে। মোবাইল ফোনের নেটওয়র্কেও বিঘ্ন ঘটছে।
তবে ঝড়ে কাঁচা ও টিনের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে ঝড়ে বিদ্যুতের খুঁটি পড়ে এবং গাছ ভেঙে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় দিনাজপুরের বিভিন্ন এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন রয়েছে।
দিনাজপুর পিডিবি কর্তৃপক্ষ জানায়, ঝড়ে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বিদ্যুৎ-বিচ্ছিন্ন রাখা হয়েছে। তবে স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সচল রাখার জন্য কাজ শুরু হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, আচমকা ঝড়ের কারণে দিনাজপুর শহরসহ বেশ কয়েকটি উপজেলায় গাছপালা, কাঁচা ঘরবাড়ি ও উঠতি ফসলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।
দিনাজপুরে মধ্যরাতে পাঁচ মিনিটের ঝড়ে গাছপালাসহ বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় সড়কে গাছ ভেঙে পড়ে সড়কযোগাযোগে বিঘ্ন ঘটে। এ ছাড়া গাছের ডাল বৈদ্যুতিক খুঁটিতে পড়ে ও তার ছিঁড়ে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়েছে অনেক জায়গা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের দেওয়া তথ্যসূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১টা ৪৬ মিনিট থেকে ১টা ৫১ মিনিট পর্যন্ত স্থায়ী এই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার।
ঝড়ে দিনাজপুর-বোচাগঞ্জ ও দিনাজপুর-কাহারোল উপজেলা সড়কে গাছ পড়ে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভোর থেকেই ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট সড়ক থেকে গাছ অপসারণের কাজ শুরু করে।
দিনাজপুর শহরে ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানের গাছপালারও অনেক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন চত্বর ও সামনের সড়কে থাকা বেশ কিছু গাছ ভেঙে পড়েছে। এ সময় বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। বিভিন্ন স্থানে ইন্টারনেটের তার ছিঁড়ে যাওয়ায় ইন্টারনেট নেটওয়ার্কও বাধাগ্রস্ত হচ্ছে। মোবাইল ফোনের নেটওয়র্কেও বিঘ্ন ঘটছে।
তবে ঝড়ে কাঁচা ও টিনের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে ঝড়ে বিদ্যুতের খুঁটি পড়ে এবং গাছ ভেঙে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় দিনাজপুরের বিভিন্ন এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন রয়েছে।
দিনাজপুর পিডিবি কর্তৃপক্ষ জানায়, ঝড়ে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বিদ্যুৎ-বিচ্ছিন্ন রাখা হয়েছে। তবে স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সচল রাখার জন্য কাজ শুরু হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, আচমকা ঝড়ের কারণে দিনাজপুর শহরসহ বেশ কয়েকটি উপজেলায় গাছপালা, কাঁচা ঘরবাড়ি ও উঠতি ফসলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ অংশে তিন কিলোমিটার এলাকায় সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। আজ শুক্রবার ভোর থেকে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী আন্ডারপাস থেকে কালিকাপুর পর্যন্ত যানজট লাগে।
৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট ২৩ পদের মধ্যে ২০টিতে জয়ী হয়েছে।
৭ মিনিট আগেচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় কারখানার ভয়াবহ আগুন ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি আগুন নিভতে আরও কিছু সময় লাগবে বলে জানায় ফায়ার সার্ভিস। আজ শুক্রবার সকাল সোয়া ৭টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
২ ঘণ্টা আগেজুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। এ জন্য তিনি ঠাকুরগাঁওয়ে তাঁর পূর্বনির্ধারিত দুটি সাংগঠনিক কর্মসূচি বাতিল করেছেন।
২ ঘণ্টা আগে