Ajker Patrika

গোয়ালন্দে আগুনে পুড়ল একই পরিবারের ২ জন

রাজবাড়ী ও গোয়ালন্দ প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৪: ০৯
গোয়ালন্দে আগুনে পুড়ল একই পরিবারের ২ জন

রাজবাড়ীর গোয়ালন্দে আগুনের ঘটনায় একই পরিবারের দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আনসার ব্যাপারীপাড়া এলাকায় মো. ঠান্ডু মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছেন গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. সাবেকুল ইসলাম। 

নিহতরা হলেন, ওই ওয়ার্ডের আনছার ব্যাপারী পাড়া গ্রামের রমজান মোল্লার মেয়ে ও গোয়ালন্দের লোটাস কলেজিয়েট স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার (৭) ও মৃত রুকমান মোল্লার স্ত্রী বৃদ্ধা বুরু বিবি (৯০)। সম্পর্কে বুরু বিবির নাতি ছেলের মেয়ে তাসফিয়া। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে একটি টিনের চৌচালা ঘরের সিলিং ফ্যানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ঘরের চারদিকে আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয় এবং আগুন ছড়িয়ে যায়। এ সময় ঘরে থাকা বৃদ্ধা বরু বেগম ও তার নাতির মেয়ে তাসমিয়া পুড়ে যায়। 

এলাকাবাসীরা জানান, গতকাল রাত ৯টার দিকে রমজান মোল্লার বাড়িতে আগুন দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। এ সময় তাঁরা এগিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার রাফিজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তবে সেখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার থাকায় সেটির বিস্ফোরণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছিল। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’ 

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. সাবেকুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শিশুসহ দুজন পুড়ে ঘটনাস্থলেই মারা গেছে। একই সঙ্গে ঘরে থাকা সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন-গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। এ সময় মো. মোস্তফা মুন্সী ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেছেন। এ ছাড়া ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত