Ajker Patrika

কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সাধারণ সম্পাদক মিজান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া ও সাধারণ সম্পাদক মিজান। ছবি: সংগৃহীত
কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া ও সাধারণ সম্পাদক মিজান। ছবি: সংগৃহীত

কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. জাকারিয়া হায়দার ও সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।

আজ বৃহস্পতিবার ঢাকার জেলা জজ আদালতের পুরোনো ভবনের নিচতলায় কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাধারণ সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন।

এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে এম এ জলিল উজ্জল, সহসভাপতি পদে মাহবুব হাসান রানা, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব, সহসাধারণ সম্পাদক আজিজুর রহমান শাহ, ট্রেজারার মো. শাহ আলম সোহাগ, দপ্তর ও প্রচার সম্পাদক কে এম খায়রুল কবীর।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মনসুর, মো. গাফফার হোসেন ইমন, মো. রবিউল ইসলাম রবি, মো. তরিকুল ইসলাম ও  মুহাম্মদ লুৎফর রহমান। এ ছাড়া উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন মো. শাহজাহান খান, সৈয়দ আহমেদ গাজী, মো. মুনজুর আলম (মুনজু),আশরাফ-উল-আলম, মো. এমদাদুল হক লাল, মো. আবুল কালাম আজাদ।

ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মো. এমদাদুল হক লাল এদিন সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন। এ সময় অপর দুই কমিশনার মো. আনোয়ারুল কবীর বাবুল  ও মো. হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত