Ajker Patrika

ভাটারায় নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ভাটারায় নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু

রাজধানীর ভাটারা সোলমাইদ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম রাজু ভুইয়া (২৮)। আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ভাটারা সোলমাইদ বসুমতি আনছার ক্যাম্প গেটের পাশে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে রাজুর সহকর্মী মো. আফসার উদ্দিন বলেন, সোলমাইদ আনছার ক্যাম্পের গেটের পাশে মায়ের দোয়া লামিয়া রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করত রাজু। সকালে রেস্টুরেন্টের সামনে ইফতার বানানোর কাজ করছিল। এ সময় রাস্তার বিপরীত পাশের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে লোহার পাইপ রাস্তায় পড়ে ছিটকে এসে রাজুর পেটের বাম পাশ দিয়ে ঢুকে যায়। তাঁকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যায়।

হাসপাতালে মৃত রাজুর ছোট ভাই মো. হাসান বলেন, তাঁদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার গোবিন্দা গ্রামে। বাবার নাম শাহাবুউদ্দীন ভুইয়া। বর্তমানে ভাটারা সোলমাইদ এলাকায় একটি মেসে থাকত। দীর্ঘদিন ধরে রাজু ওই রেস্টুরেন্টে কাজ করে আসছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ভাটারা থেকে এক যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহকর্মীরা বলেন, নির্মাণাধীন ভবনের ওপর থেকে লোহার পাইপ পড়ে পেটে ঢুকে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ভাটারা থানা-পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত