Ajker Patrika

খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত ফুপা

ঢামেক প্রতিবেদক
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত ফুপা

রাজধানীর খিলগাঁও গোড়ানের একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে খাদিজা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন তার ফুপা ইসহাক মিয়া (৩০)।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থা দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে শিশুটি মারা যায়।

হাসপাতালে মৃত খাদিজার দাদি ফাতেমা বেগম বলেন, তাঁদের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায়। বাবা ফয়সাল আহমেদ, মা হিরা বেগমের একমাত্র সন্তান খাদিজা। বর্তমানে গোড়ান নবাবি মোড়ের একটি বাসায় ভাড়া থাকত।

বাসার পাঁচ তলার ছাদে কয়েকটি ঘর রয়েছে। সেখানেই তিনি তার ছেলের পরিবার ও মেয়ের পরিবার নিয়ে থাকেন। তবে ছাদের চার পাশের রেলিং একেবারে নিচু। দুপুরে সবাই যখন যার যার কাজে ব্যস্ত ছিল তখন অন্য বাচ্চাদের সঙ্গে ছাদে খেলছিল খাদিজা। খেলতে খেলতে রেলিংয়ের পাশে চলে গেলে সেখান থেকে বাইরে পড়ে যাচ্ছিল শিশুটি। এটি দেখে পাশে থাকা তার ফুপা ইসহাক মিয়া বাঁচাতে যায়। শিশুটির সঙ্গে ফুপা ইসহাকও ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। 

তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে সেখানে শিশুটির মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন ইসহাক মিয়া। 

ফাতেমা বেগম আরও জানান, শিশুটির বাবা ফয়সাল আহমেদ একটি বিস্কুট তৈরি কারখানায় চাকরি করেন। আহত ইসহাক মিয়া রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করেন। তার বাবার নাম মৃত জজ মিয়া। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায়। স্ত্রী পাপিয়া আক্তার ও দুই ছেলে এক মেয়েকে নিয়ে গোড়ানের ওই বাড়ির ছাদের ঘরে থাকেন তারা। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, গোড়ান থেকে এক শিশুসহ দুজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। আহত শিশুটির ফুপা হাসপাতালে ভর্তি আছে। স্বজনেরা বলেন, ছাদ থেকে পড়ে গিয়েছিল দুজন। শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত