Ajker Patrika

গুলিস্তানে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৪: ৫১
গুলিস্তানে বাসে আগুন

রাজধানীর গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। আজ মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিস দুপুর ১টা ৪ মিনিটের দিকে গুলিস্তান জিপিওর সামনে বাসে আগুন লাগার খবর পায়। খবর পেয়ে ১টা ৮ মিনিটের দিকে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। 

আনোয়ারুল ইসলাম জানান, বাসটি মালঞ্চ পরিবহনের মালিকানাধীন। আগুন লাগার খবর পেয়ে পুলিশ পাহারায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর ১টা ১৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, আনুমানিক প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল থেকে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগের ঘোষণা অনুযায়ী গতকাল সোমবার এই কর্মসূচি পালনের কথা থাকলেও কুয়েতের আমিরের মৃত্যুতে তারিখ পরিবর্তন করা হয়। গত রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব পরিবর্তিত তারিখ ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত