Ajker Patrika

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে লুটের চেষ্টা, বিমানবন্দরে আটক ৩

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ২৩: ৫৬
আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে লুটের চেষ্টা, বিমানবন্দরে আটক ৩

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে মালামাল লুটের চেষ্টার ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে বিমানবন্দরের ১ নম্বর ও ২ নম্বর টার্মিনালের সামনে গাড়ি পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—মো. মাকসুদ, আসাদুল হক ও পুশিদার হোসেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার এহসানুল কামরান তানভীর আজকের পত্রিকাকে বলেন, সোমবার রাত ৮টার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে এই তিন জন এক ব্যক্তির কাছ থেকে মালামাল লুটে নেওয়ার চেষ্টা করে। ওই ব্যক্তি দৌড়ে বাঁচার চেষ্টা করে। তখন ছিনতাইকারী দলের গাড়ির আঘাতে ঘটনাস্থলে কয়েকজন আহত হন।

এপিবিএন এর এই কর্মকর্তা জানান, তিন ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছে থাকা একটি গাড়ি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ডাকাত দলের সদস্যরা জানিয়েছে, তারা দীর্ঘ দিন ধরেই বিমানবন্দর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের কাছ থেকে স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র লুট করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত