Ajker Patrika

হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের জন্য কাজ করব: নতুন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ২২: ৩৬
Thumbnail image

নতুন দায়িত্ব পাওয়া প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, ‘আমি আমার বাবার আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করব। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর, হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের জন্য কাজ করব। বাবার সুনাম আর অভিজ্ঞতাকে কাজে লাগাব। যা আমি ছোটবেলা থেকে দেখে আসছি।’ 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি আজকের পত্রিকাকে এসব কথা বলেন। 

রুমানা আলী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর বাবা প্রয়াত অ্যাডভোকেট রহমত আলী। 

রুমানা আলী একাধারে একাদশ সংসদে সংরক্ষিত আসনের সদস্য ছিলেন। একই সঙ্গে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হন।

রুমানা আলীর বাবা রহমত আলী গাজীপুর-৩ আসনে পাঁচবার সংসদ সদস্য ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রহমত আলীর প্রতি আস্থা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। দায়িত্ব পেয়ে অল্প সময়ের মধ্যে নির্বাচনী এলাকা গাজীপুর-৩-এর পাশাপাশি সারা দেশে উন্নয়নে ভূমিকা রাখেন অ্যাডভোকেট রহমত আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত