Ajker Patrika

ডেমরায় ট্রাকচাপায় তরুণী নিহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১১: ০৩
ডেমরায় ট্রাকচাপায় তরুণী নিহত

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ট্রাকচাপায় এক তরুণী নিহত হয়েছেন। তাঁর নাম লাবনী আক্তার (২৪)। তিনি একটি হাসপাতালের কর্মচারী। একই ঘটনায় আহত হয়েছেন সানজিদা নামে তাঁর আরেক সহকর্মী। 

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত আনুমানিক দেড়টার দিকে লাবনীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

মৃত লাবনী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বট বালিকা গ্রামের বাবুল গাজীর মেয়ে। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা এলাকায় থাকতেন। 

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, হতাহত দুজন স্টাফ কোয়ার্টার এলাকায় গ্রীন বাংলা হাসপাতালের কর্মচারী। সন্ধ্যায় ডিউটি শেষ করে তাঁরা একসঙ্গে বাসায় ফিরছিলেন। স্টাফ কোয়ার্টার রোডে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাঁদের দুজনকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তাঁরা। পথচারীরা তাঁদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে লাবনীকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। আর আহত সানজিদা স্থানীয় হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। 

এসআই আরও বলেন, ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত