Ajker Patrika

হজের খরচ ৪ লাখ টাকা নির্ধারণ করতে নোটিশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হজের খরচ ৪ লাখ টাকা নির্ধারণ করতে নোটিশ 

সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে হজের খরচ চার লাখের মধ্যে পুনঃনির্ধারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ-জামান সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বরাবরে এ নোটিশ পাঠান। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে ব্যবস্থা না নিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী আশরাফ-উজ-জামান জানান, বর্তমানে বাংলাদেশ-সৌদি-বাংলাদেশ রুটে বিমান ভাড়া ৭৬ হাজার টাকা থেকে এক লাখ ১০ হাজার টাকা। প্রতি বছর দুই দেশের সরকার হজ যাত্রীদের সৌদি ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট কিনতে বাধ্য করে। এ কারণে টিকিট কেনার ক্ষেত্রে হজ যাত্রীদের স্বাধীনতা ধ্বংস হয়। তাই হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা থেকে কমিয়ে চার লাখ করতে বলা হয় নোটিশে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত