চলতি বছর ডেঙ্গু দেশের জন্য অশনিসংকেত। ২০০০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ২২ বছরে দেশে এডিস মশা বাহিত ডেঙ্গু রোগ যে প্রভাব বিস্তার করতে পারেনি ২০২৩ সালে তার চেয়ে বেশি প্রভাব বিস্তার করে। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সাল আরও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। আজ রোববার জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) মিলনায়তনে অনুষ্ঠিত Management of Aedes Mosquito: Holistic Public Health Approches শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার এই তথ্য জানানো হয়।
নিপসম পরিচালক অধ্যাপক ডা. শামিউল ইসলাম এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির এন্টমোলজি বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার।
তিনি বলেন, ২০২৪ সালের প্রতিটি মাস আগের যেকোনো সময়ের তুলনায় ভয়ংকর। এই বছর ডেঙ্গু যে মারাত্মক বিস্তার লাভ করবে সেটি মৌসুম পরবর্তী ও প্রাক মৌসুম জরিপে উঠে এসেছে। সেখানে দেখা গেছে, ঢাকার দুই নগরীতে এডিস মশার লার্ভার ঘনত্বের ভয়াবহ চিত্র।
এই বছর প্রচলিত পদ্ধতি ব্যবহার করে এডিস নিয়ন্ত্রণ সম্ভব নয়। কারণ যে কীটনাশক ব্যবহার করা হয় এবং যেভাবে, যে পদ্ধতিতে ব্যবহার করা হয় সেটি যথাযথ নয়। ফলে এডিস মশা কীটনাশক প্রতিরোধী হয়ে উঠেছে।
অন্যদিকে মশার শত্রু বিভিন্ন কীট-পতঙ্গ মারা পড়ছে। ড. ছারোয়ার বলেন, চলতি বছর এডিসের ভয়াবহতা থেকে রক্ষা পেতে হলে সার্বিক ভাবে সমন্বিত পদ্ধতি প্রয়োগ করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. শামিউল ইসলাম ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ সুপারিশসমূহ তুলে ধরে বলেন, সমন্বিত এবং সুসংহত কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু রোগের মোকাবিলা করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে বিশ্বের যে সব দেশ সফল হয়েছে তাদের অর্জিত অভিজ্ঞতা জানতে হবে। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশের প্রযোজ্য আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ দাউদ আদনান, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম প্রমুখ।
চলতি বছর ডেঙ্গু দেশের জন্য অশনিসংকেত। ২০০০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ২২ বছরে দেশে এডিস মশা বাহিত ডেঙ্গু রোগ যে প্রভাব বিস্তার করতে পারেনি ২০২৩ সালে তার চেয়ে বেশি প্রভাব বিস্তার করে। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সাল আরও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। আজ রোববার জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) মিলনায়তনে অনুষ্ঠিত Management of Aedes Mosquito: Holistic Public Health Approches শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার এই তথ্য জানানো হয়।
নিপসম পরিচালক অধ্যাপক ডা. শামিউল ইসলাম এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির এন্টমোলজি বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার।
তিনি বলেন, ২০২৪ সালের প্রতিটি মাস আগের যেকোনো সময়ের তুলনায় ভয়ংকর। এই বছর ডেঙ্গু যে মারাত্মক বিস্তার লাভ করবে সেটি মৌসুম পরবর্তী ও প্রাক মৌসুম জরিপে উঠে এসেছে। সেখানে দেখা গেছে, ঢাকার দুই নগরীতে এডিস মশার লার্ভার ঘনত্বের ভয়াবহ চিত্র।
এই বছর প্রচলিত পদ্ধতি ব্যবহার করে এডিস নিয়ন্ত্রণ সম্ভব নয়। কারণ যে কীটনাশক ব্যবহার করা হয় এবং যেভাবে, যে পদ্ধতিতে ব্যবহার করা হয় সেটি যথাযথ নয়। ফলে এডিস মশা কীটনাশক প্রতিরোধী হয়ে উঠেছে।
অন্যদিকে মশার শত্রু বিভিন্ন কীট-পতঙ্গ মারা পড়ছে। ড. ছারোয়ার বলেন, চলতি বছর এডিসের ভয়াবহতা থেকে রক্ষা পেতে হলে সার্বিক ভাবে সমন্বিত পদ্ধতি প্রয়োগ করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. শামিউল ইসলাম ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ সুপারিশসমূহ তুলে ধরে বলেন, সমন্বিত এবং সুসংহত কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু রোগের মোকাবিলা করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে বিশ্বের যে সব দেশ সফল হয়েছে তাদের অর্জিত অভিজ্ঞতা জানতে হবে। পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশের প্রযোজ্য আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ দাউদ আদনান, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম প্রমুখ।
এক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
১২ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
১৫ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
২১ মিনিট আগেরাজশাহীর চারঘাটে চোলাই মদপানে দুজনের মৃত্যুর পর ওই এলাকায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় ১ হাজার ৪২০ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৩ মিনিট আগে