নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে পাওনা টাকা চাওয়ার জের ধরে মিজান শিকদার মিশর নামে এক ব্যক্তিকে খুনের দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড ও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামির নাম মিঠু। তিনি বন্দর উপজেলার কাইতাখালি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। অন্যদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—বন্দরের নোয়ার্দা এলাকার মঞ্জুরুল হকের ছেলে মুন্না এবং বঙ্গা মিয়ার ছেলে শয়ন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনিরুজ্জামান বুলবুল বলেন, ‘মিজান শিকদার হত্যার ঘটনায় মোট ১২ জনের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয় আদালতে। সোমবার আদালত এই মামলার তিন আসামিকে দণ্ড প্রদান করেছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।’
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘৫০০ টাকা পাওনা থাকার জের ধরে মিজানের সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিঠুর কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ভুক্তভোগী মিজানকে শায়েস্তা করার পরিকল্পনা করেন তিনি। ২০১৯ সালের ২৩ জুলাই মিজান রাতে মশার কয়েল কিনতে দোকানে গেলে মিঠু ও অন্য আসামিরা মিজানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বন্দর উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন। হত্যার পরে মিজানের ভাই সানি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।’
রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী সানি বলেন, ‘আমরা এই রায়ে সন্তুষ্ট। রায় যেন দ্রুত কার্যকর করা হয় সরকারের কাছে সেই দাবি জানাই।’
নারায়ণগঞ্জের বন্দরে পাওনা টাকা চাওয়ার জের ধরে মিজান শিকদার মিশর নামে এক ব্যক্তিকে খুনের দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড ও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামির নাম মিঠু। তিনি বন্দর উপজেলার কাইতাখালি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। অন্যদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—বন্দরের নোয়ার্দা এলাকার মঞ্জুরুল হকের ছেলে মুন্না এবং বঙ্গা মিয়ার ছেলে শয়ন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনিরুজ্জামান বুলবুল বলেন, ‘মিজান শিকদার হত্যার ঘটনায় মোট ১২ জনের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয় আদালতে। সোমবার আদালত এই মামলার তিন আসামিকে দণ্ড প্রদান করেছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।’
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘৫০০ টাকা পাওনা থাকার জের ধরে মিজানের সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিঠুর কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ভুক্তভোগী মিজানকে শায়েস্তা করার পরিকল্পনা করেন তিনি। ২০১৯ সালের ২৩ জুলাই মিজান রাতে মশার কয়েল কিনতে দোকানে গেলে মিঠু ও অন্য আসামিরা মিজানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বন্দর উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন। হত্যার পরে মিজানের ভাই সানি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।’
রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী সানি বলেন, ‘আমরা এই রায়ে সন্তুষ্ট। রায় যেন দ্রুত কার্যকর করা হয় সরকারের কাছে সেই দাবি জানাই।’
নওগাঁর ধামইরহাটে সরকারি খাসজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।
৫ মিনিট আগেদলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে কৃষকের কৃষিজমি দখল করে চাতাল ও গুদাম নির্মাণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। জমিটি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন জোনাব আলী নামের ওই কৃষক।
৯ মিনিট আগেসিলেট বিভাগে ফেব্রুয়ারি মাসে ৩২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৩২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৪৪ জন। আজ মঙ্গলবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
১১ মিনিট আগেবরিশালের মুলাদীতে নানার সঙ্গে আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরকুতুবপুর গ্রামের ভূঁইয়ার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মুলাদী, বরিশাল জেলা, বরিশাল বিভাগ, জেলার খবর, নিখোঁজ
১৬ মিনিট আগে