Ajker Patrika

১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ২০: ০৩
১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

গাজীপুরের শ্রীপুরে ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে নাশকতার শিকার রেললাইন সংস্কারের পর পরীক্ষামূলকভাবে উদ্ধারকারী ট্রেন চলাচল করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শফিকুর রহমান।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, ‘উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের দুমড়েমুচড়ে যাওয়া অংশে ট্রেন চলাচল শুরু হয়েছে।’

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান আরও বলেন, ‘দুর্ঘটনায় শুধু রেললাইনের বগি-ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হয়নি। ইঞ্জিন-বগির পাশাপাশি রেললাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০০টি স্লিপার পুরোই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ৩০০ ফুট রেললাইনে নতুন করে পাত বসানো হচ্ছে। যার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইনের মেরামত শেষে রিলিফ ট্রেন চালানো হয়েছে।
এখন ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে পুরোপুরি ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।’

আজ বুধবার ভোর চারটার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে ওই দুর্ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত