Ajker Patrika

প্রধানমন্ত্রী দেশের জন্য যা করা দরকার তাই করে যাচ্ছেন: এমপি মেহের আফরোজ 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ৫৬
প্রধানমন্ত্রী দেশের জন্য যা করা দরকার তাই করে যাচ্ছেন: এমপি মেহের আফরোজ 

মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের পথে নেওয়ার জন্য যা যা করা দরকার তাই করে যাচ্ছেন। তিনি আমাদের জন্য আশীর্বাদ।’ 

আজ মঙ্গলবার স্থানীয় সরকার দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিন দিনের উন্নয়ন মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেন, বঙ্গবন্ধুকন্যা স্থানীয় সরকারের উন্নয়নের মাধ্যমে গ্রামের মানুষকে শহরের সেবা দিয়ে যাচ্ছেন। একমাত্র স্থানীয় সরকারই পারে সব ডিজিটাল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। 

ইউএনও মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, বিভিন্ন জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

পরে তিনি উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ১৭৮ উপকারভোগীর মধ্যে ৯৪ লাখ ৮৩ হাজার টাকার চেক বিতরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত