নিজস্ব প্রতিবেদক
ঢাকা: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে গলা টিপে ধরা নারীকে চিহ্নিত করা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) কাজী জেবুন্নেছা বেগম রোজিনার গলা টিপে ধরেছেন বলে ফেসবুকে ট্রল হলেও আসলে রোজিনার গলা টিপে ধরা নারী এই মন্ত্রণালয়ের অফিস সহকারী মাকসুদা সুলতানা পলি।
রোজিনাকে হেনস্তার ঘটনা তদন্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় যে কমিটি করেছে, তাঁর আহ্বায়ক স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম-সচিব (উন্নয়ন অধিশাখা) মো. সাইফুল্লাহিল আজম বুধবার আজকের পত্রিকাকে এই তথ্য জানান।
মো. সাইফুল্লাহিল আজম বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে গলা টিপে ধরার যে ভিডিও ছড়িয়েছে তা আমরা দেখেছি। এর সঙ্গে জড়িত হিসেবে অফিস সহকারী মাকসুদা সুলতানা পলিকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। আমরা তাঁকে তদন্ত কমিটিতে ডাকব। তার আগে আমরা ওই সময়কার আরও ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে আমরা সে অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব।
অতিরিক্ত সচিব জেবুন্নেছা আজকের পত্রিকাকে বলেন, সচিবের নির্দেশে তিনি সচিবের পিএস এর কক্ষে গিয়ে রোজিনার সঙ্গে ৫-৭ মিনিট কথা বলছেন। তার গলা টিপে ধরার ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সেটা অন্য কেউ।
এই কর্মকর্তা জানান, ঘটনার দিন সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভায় অংশ নেন তিনি। ভিডিওতে যে নারীকে দেখা যাচ্ছে ওইদিন তিনি ওই রমকের পোশাক পরেননি।
রোজিনাকে গলা টিপে ধরার ভিডিও প্রকাশ করে তাকে নিয়ে ফেসবুকে ট্রল হওয়ার পর তিনি এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিবৃতি দিয়েছেন বলেও জানান জেবুন্নেছা। ফেসবুকে তাঁর বিদেশে, দেশে সম্পত্তি নিয়ে যে তথ্য ছড়িয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি এই কর্মকর্তা।
স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহাদাত হোসেনের দপ্তরের অফিস সহকারী পলি। বুধবার কয়েক দফা এই দপ্তরে গিয়ে পলিকে পাওয়া যায়নি।
এই দপ্তরের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, পলি বুধবার সকালে অফিসে এসে কিছুক্ষণ থেকেই চলে যান। এরপর আরেকবার অল্প সময়ের জন্য অফিসে আসেন, এরপর থেকে তাঁকে আর দপ্তরে দেখা যায়নি। এ বিষয়ে কথা বলতে পলির মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
স্বাস্থ্যসেবা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নারী সাংবাদিক আটক হওয়ায় তাঁর শরীর তল্লাশি করতে পলিসহ কয়েকজন নারী কর্মকর্তাকে সচিবের দপ্তর থেকে ডেকে আনা হয়।
ওই কর্মকর্তা বলেন, পলি যখন সাংবাদিক রোজিনার শরীর তল্লাশি করছিলেন তখন মন্ত্রণালয়ের কয়েকজন ঊর্ধ্বতন নারী কর্মকর্তাও সেখানে ছিলেন।
আরও পড়ুন:
বৃহস্পতিবার জামিন হবে রোজিনার, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
সাংবাদিক রোজিনা হেনস্তার ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে ১১ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি
সাংবাদিক রোজিনার রিমান্ড নামঞ্জুর, জামিন শুনানি বৃহস্পতিবার
সাংবাদিক রোজিনার ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
সাংবাদিক রোজিনাকে আদালতে নেওয়া হয়েছে
সাংবাদিক রোজিনাকে সচিবালয়ে ৫ ঘণ্টা আটকে রেখে থানায় সোপর্দ
সাংবাদিক হেনস্তা ও গ্রেপ্তারে জাতিসংঘের উদ্বেগ
রোজিনার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ
ঢাকা: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে গলা টিপে ধরা নারীকে চিহ্নিত করা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) কাজী জেবুন্নেছা বেগম রোজিনার গলা টিপে ধরেছেন বলে ফেসবুকে ট্রল হলেও আসলে রোজিনার গলা টিপে ধরা নারী এই মন্ত্রণালয়ের অফিস সহকারী মাকসুদা সুলতানা পলি।
রোজিনাকে হেনস্তার ঘটনা তদন্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় যে কমিটি করেছে, তাঁর আহ্বায়ক স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম-সচিব (উন্নয়ন অধিশাখা) মো. সাইফুল্লাহিল আজম বুধবার আজকের পত্রিকাকে এই তথ্য জানান।
মো. সাইফুল্লাহিল আজম বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে গলা টিপে ধরার যে ভিডিও ছড়িয়েছে তা আমরা দেখেছি। এর সঙ্গে জড়িত হিসেবে অফিস সহকারী মাকসুদা সুলতানা পলিকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। আমরা তাঁকে তদন্ত কমিটিতে ডাকব। তার আগে আমরা ওই সময়কার আরও ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে আমরা সে অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব।
অতিরিক্ত সচিব জেবুন্নেছা আজকের পত্রিকাকে বলেন, সচিবের নির্দেশে তিনি সচিবের পিএস এর কক্ষে গিয়ে রোজিনার সঙ্গে ৫-৭ মিনিট কথা বলছেন। তার গলা টিপে ধরার ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সেটা অন্য কেউ।
এই কর্মকর্তা জানান, ঘটনার দিন সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভায় অংশ নেন তিনি। ভিডিওতে যে নারীকে দেখা যাচ্ছে ওইদিন তিনি ওই রমকের পোশাক পরেননি।
রোজিনাকে গলা টিপে ধরার ভিডিও প্রকাশ করে তাকে নিয়ে ফেসবুকে ট্রল হওয়ার পর তিনি এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিবৃতি দিয়েছেন বলেও জানান জেবুন্নেছা। ফেসবুকে তাঁর বিদেশে, দেশে সম্পত্তি নিয়ে যে তথ্য ছড়িয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি এই কর্মকর্তা।
স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহাদাত হোসেনের দপ্তরের অফিস সহকারী পলি। বুধবার কয়েক দফা এই দপ্তরে গিয়ে পলিকে পাওয়া যায়নি।
এই দপ্তরের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, পলি বুধবার সকালে অফিসে এসে কিছুক্ষণ থেকেই চলে যান। এরপর আরেকবার অল্প সময়ের জন্য অফিসে আসেন, এরপর থেকে তাঁকে আর দপ্তরে দেখা যায়নি। এ বিষয়ে কথা বলতে পলির মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
স্বাস্থ্যসেবা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নারী সাংবাদিক আটক হওয়ায় তাঁর শরীর তল্লাশি করতে পলিসহ কয়েকজন নারী কর্মকর্তাকে সচিবের দপ্তর থেকে ডেকে আনা হয়।
ওই কর্মকর্তা বলেন, পলি যখন সাংবাদিক রোজিনার শরীর তল্লাশি করছিলেন তখন মন্ত্রণালয়ের কয়েকজন ঊর্ধ্বতন নারী কর্মকর্তাও সেখানে ছিলেন।
আরও পড়ুন:
বৃহস্পতিবার জামিন হবে রোজিনার, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
সাংবাদিক রোজিনা হেনস্তার ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে ১১ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি
সাংবাদিক রোজিনার রিমান্ড নামঞ্জুর, জামিন শুনানি বৃহস্পতিবার
সাংবাদিক রোজিনার ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
সাংবাদিক রোজিনাকে আদালতে নেওয়া হয়েছে
সাংবাদিক রোজিনাকে সচিবালয়ে ৫ ঘণ্টা আটকে রেখে থানায় সোপর্দ
সাংবাদিক হেনস্তা ও গ্রেপ্তারে জাতিসংঘের উদ্বেগ
রোজিনার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
১ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২ ঘণ্টা আগে